Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECL Engineer Mysterious Death: সকালের শিফ্টে কাজে যান, দু’দিন পর কুয়ো থেকে উদ্ধার ইসিএল-এর ইঞ্জিনিয়ারের দেহ

ECL Engineer Mysterious Death: জানা যাচ্ছে, গদলাভেতি ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ার ছিলেন। এরিয়ার কুয়ো থেকেই তাঁর দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে।

ECL Engineer Mysterious Death: সকালের শিফ্টে কাজে যান, দু'দিন পর কুয়ো থেকে উদ্ধার ইসিএল-এর ইঞ্জিনিয়ারের দেহ
ইসিএলের ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 12:16 PM

দুর্গাপুর: সকালে শিফ্টে কাজে এসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও হয়। তারপর থেকেই নিখোঁজ। ফোনেও আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেই নিখোঁজ ইসিএল কর্মীরই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। মৃতের নাম গদলাভেতি ভরেনজানেইয়ুলু (৩২)। তিনি পেশায় ইসিএলের ইঞ্জিনিয়ার।

জানা যাচ্ছে, গদলাভেতি ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ার ছিলেন। এরিয়ার কুয়ো থেকেই তাঁর দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। মৃত ইঞ্জিনিয়ার গদলাভেতি ভরেনজানেইয়ুলু মূলত অন্ধপ্রদেশের বাসিন্দা। অণ্ডালের কেন্দা এরিয়ার স্টোর ইঞ্জিনিয়ার ছিলেন তিনি।

জানা যাচ্ছে, সোমবার সকালের শিফ্টে কাজে এসেছিলেন গোদলাভেতি। পরিবার সূত্রে জানা যাচ্ছে, তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অফিসে খোঁজ খবর নেন। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। কিন্তু তাতেও কোনও সূত্র মেলেনি। বনবহাল ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা কুয়োতে এক জোড়া জুতো ভাসতে দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ। যদিও রাতে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি।

বুধবার সকালে অণ্ডাল থানার পুলিশ এবং দমকল মৃতদেহ উদ্ধার করে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আদৌ কি এটি আত্মহত্যা, নাকি খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারে কোনও সমস্যা ছিল নাকি অফিস সংক্রান্ত কোনও বিষয়, সেটাই পুলিশকে ভাবাচ্ছে। রহস্যজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।