Durgapur: রাস্তায় দশ বিশ টাকার নোট ছড়িয়ে প্রায় ২ লক্ষ টাকা লুঠ, ৪৮ ঘণ্টার মধ্যেই ‘কেস ক্লোজ’
Durgapur: চলতি মাসের দু'তারিখ দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের জ্যোতিষ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা তোলেন। তারপর সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাঙ্কের বাইরে যান।
দুর্গাপুর : রাস্তায় দশ, বিশ টাকার নোট ছড়িয়ে থলে থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা লুঠ! অভিনব পদ্ধতিতে কেপমারির ঘটনা ঘটেছিল দুর্গাপুরে। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যান্ডেলের বালিকাটা এলাকা থেকে দুষ্কৃতীকে পাকড়াও করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম কালিদাস নাইডু। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। আদালত ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
চলতি মাসের দু’তারিখ দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের জ্যোতিষ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা তোলেন। তারপর সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাঙ্কের বাইরে যান। সেই টাকা ভর্তি থলে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান।
তারপরেই ঘটে অভিনব কেপমারি। টাকা তুলে থলিতে নিয়ে বেরনোর সময় অপরিচিত এক ব্যক্তি তাঁকে বলেন, “দাদা আপনার কিছু টাকা রাস্তায় পড়ে গিয়েছে।” তিনি ঘুরে দেখে বলেন, “এই টাকা আমার নয়। ব্যাঙ্কে ফেরত দিয়ে দিন।” তার মধ্যেই দেখেন, কয়েক মিনিটের মধ্যে তিনি লক্ষ্য করে হ্যান্ডেলে ঝোলানো ব্যাগটি নেই। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নামে দুর্গাপুর থানার পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যেই ব্যান্ডেল থেকে কালিদাস নাইডু নামের এক অভিযুক্ত গ্রেফতার হয়। ধৃতকে হেফাজতের নিয়ে বাকি সদস্যদের নাগাল পেতে চাইছে পুলিশ।