Asansol: নীল বাটিক প্রিন্টের শাড়িতে মহিলা ভোট কর্মীরা, পুরুষরাও নীল-সাদায়, হঠাৎ নতুন ড্রেস কোড কেন ভোটকর্মীদের?

Asansol: বারাবনি কেন্দ্রের জন্য ডি সি আর সি বা এবিএম বন্টন কেন্দ্র বারাবনি বিধানসভার দুটি ব্লক। একটি বারাবনি এবং একটি সালানপুর। ডিসিআরসি অর্থাৎ যেখান থেকে ভি ভি প্যাট বা ইভিএম বন্টন করা হবে সেই কেন্দ্রে দেখা গেল অভিনব ড্রেস কোড।

Asansol: নীল বাটিক প্রিন্টের শাড়িতে মহিলা ভোট কর্মীরা, পুরুষরাও নীল-সাদায়, হঠাৎ নতুন ড্রেস কোড কেন ভোটকর্মীদের?
এই ছবিই দেখা যাচ্ছে আসানসোলে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2024 | 11:01 AM

আসানসোল: রাত পোহালেই ভোট। দিকে দিকে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এদিকে এরইমধ্যে  আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজে হয়েছে ডিসিআরসি সেন্টারে দেখা গেল রীতিমতো উৎসবের মেজাজ। একেবারে অন্যরকম সাজে এলেন ভোট কর্মীরা। চোখে সানগ্লাস, মহিলাদের দেখা গেল নীল বাটিক প্রিন্টের শাড়িতে। এমনই অভিনব ড্রেস কোড দেখা যাচ্ছে বারাবনির সেন্টারে। 

বারাবনি কেন্দ্রের জন্য ডি সি আর সি বা এবিএম বন্টন কেন্দ্র বারাবনি বিধানসভার দুটি ব্লক। একটি বারাবনি এবং একটি সালানপুর। ডিসিআরসি অর্থাৎ যেখান থেকে ভি ভি প্যাট বা ইভিএম বন্টন করা হবে সেই কেন্দ্রে দেখা গেল অভিনব ড্রেস কোড। দেখা গেল মহিলা ভোটকর্মীরা নীল রংয়ের বাটিক প্রিন্টের শাড়ি পড়ে এসেছেন। উদ্দেশ্য যে সমস্ত ভোট কর্মীরা বাইরে থেকে আসবেন তারা যেন তাদের নিজের কেন্দ্রটিকে চিনে নিতে পারেন। বুঝে নিতে পারেন দায়িত্ব। 

যেমন বারাবনির জন্য ঠিক হয়েছে নীল রঙ, বার সালানপুরের জন্য সাদা। এই রঙেই বাঁধা হয়েছে প্যান্ডেল। তার সঙ্গে তাল মিলিয়ে পোশাক পরছেন ভোট কর্মীরা। স্বভাবতই পুরুষ ভোট কর্মীদের ড্রেস কোডেও দেখা গেল অভিনবত্ব। বারবনিরতে পুরুষদের দেখা গেল নীল টি-শার্টে। সালানপুর ব্লকের পুরুষ ভোট কর্মীদের ড্রেস কোড সাদা টি শার্ট। রাত পোহালেই ভোট। তাই সকাল থেকেই সেখানে ব্যস্ততা তুঙ্গে।