Durgapur: অতিবিরল ক্যান্সারের অস্ত্রোপচার সম্পন্ন হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে

Paschim Bardhaman: হাসপাতাল সূত্রে খবর, বছর চল্লিশের এক রোগীর ওভারিতে থাকা প্রায় ১০ সেন্টিমিটার একটি ম্যালিগমেন্ট টিউমার অপারেশন করে বের করতে পেরেছেন চিকিৎসকরা।

Durgapur: অতিবিরল ক্যান্সারের অস্ত্রোপচার সম্পন্ন হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে
চিকিৎসক নীলাদ্রি সেন ও তাঁর দল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 6:54 PM

দুর্গাপুর: ন্যূনতম পরিকাঠামো মধ্যেই অতি বিরল ক্যান্সার সার্জারি সম্পন্ন হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসক নীলাদ্রি সেনের তত্ত্বাবধানে এই ক্যান্সার সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বছর চল্লিশের এক রোগীর ওভারিতে থাকা প্রায় ১০ সেন্টিমিটার একটি ম্যালিগমেন্ট টিউমার অপারেশন করে বের করতে পেরেছেন চিকিৎসকরা। যা দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে এক উজ্জ্বল পালক। দরিদ্র পরিবারের ওই রোগিনীকে বাঁচাতে পেরে খুশি চিকিৎসক নীলাদ্রি সেন ও তাঁর টিম।

হাসপাতালের বহির্বিভাগে ভর্তি হওয়া ওই রোগীকে প্রথম দেখেই টিউমারের সন্দেহ করেছিলেন চিকিৎসক নীলাদ্রি সেন। তারপর সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই ধরনের ক্যান্সার সার্জারি মহকুমা হাসপাতালের ন্যূনতম পরিকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত জটিল। তবে তা সফলভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

ওই রোগীর স্বামী সুনীল মুর্মু বলেন, “অনেকদিন ধরেই বলছিল পেটে ব্যথা। তারপর আমি হাসপাতালে নিয়ে আসি। তখনই ধরা পড়ল। ডাক্তারবাবু বললেন ওর টিউমার আছে। অপরেশন করতে হবে। এরপর যখন অপরেশন করলেন তখন ও সুস্থ হয়ে উঠল।” অপরদিকে চিকিৎসক নীলাদ্রি সেন বলেন, “রোগীকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। তখনই বুঝতে পারি ওনার ওভারিতে একটি টিউমার রয়েছে।এরপর টিউমারটি পরীক্ষা করে আমরা বুঝেছিলাম এর মধ্যে ক্যান্সারের কোষ আছে। আমরা এরপর সিটি-স্ক্যান করি। পাশপাশি পরীক্ষা করার জন্য যা যা প্রয়োজন সবটা প্রস্তুত করে রাখি।” চিকিৎসক নীলাদ্রি সেন আরও বলেন, “আমরা রোগীকে বড় হাসপাতালে পাঠাইনি একটাই কারণ আমরা সময় নষ্ট করতে চাইনি। এরপর বছর চল্লিশের ওই রোগীর অপরেশন করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।”