Sand Smuggling: অজয় নদ থেকে দেদার বালি পাচার, গ্রেফতার ৬
Sand Smuggling: জানা গিয়েছে, বুধবার রাত্রিবেলা অজয় নদের বালি পাচার করছিল একদল পাচারকারী। সেই সময় অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বৈধ চালানোর পরিবর্তে জাল চালান তৈরি করে বালি পাচারের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
দুর্গাপুর: লাগাতার পলি বালি তোলার অভিযোগ। শেষমেশ অভিযান চালিয়ে গ্রেফতার ছ’জন পাচারকারী। অভিযোগ, পাণ্ডবেশ্বরে কাছে অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হত রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান,বীরভূম সহ বিভিন্ন এলাকায় পাচার হত অজয়ের বালি।
জানা গিয়েছে, বুধবার রাত্রিবেলা অজয় নদের বালি পাচার করছিল একদল পাচারকারী। সেই সময় অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বৈধ চালানোর পরিবর্তে জাল চালান তৈরি করে বালি পাচারের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার হারোয়ার বাসিন্দা রিজাউল মোল্লা ও হাসান আলি মোল্লা। পূর্ব বর্ধমানের গলসির শুভ রুইদাস ও মুর্শিদাবাদের খড়গ্রামের মহেন্দ্রনাথ দাস। এর মধ্যে এই মহেন্দ্রনাথই ভুয়ো চালান তৈরি করে এই কারবারির নেতৃত্ব দিত। অভিযুক্ত চারজনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। বাকি দুজনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক। ধৃত চার জনকে হেফাজতে নিয়ে বালি পাচারের মাথার খোঁজ পেতে তদন্তের গতি আনতে চাইছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।