Durgapur Bombing: ভোটের আগে AVBP কর্মীর বাড়িতে বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল

Durgapur: সবাই যখন বর্ষ শেষের আনন্দে মাতোয়ারা, তখন হঠাৎ করেই বোমাবাজি দুর্গাপুরে। ভর সন্ধ্যেয় বোমা পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক সক্রিয় কর্মীর বাড়িতে।

Durgapur Bombing: ভোটের আগে AVBP কর্মীর বাড়িতে বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল
বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 6:58 AM

দুর্গাপুর: সামনে ভোট। জমি শক্ত করতে মরিয়া সকলে। শাসক থেকে বিরোধী বাদ নেই কেউ। জেলায়-জেলায় চলছে তার প্রস্তুতি। এমন আবহে শুক্রবার সন্ধে দুর্গাপুরের চণ্ডীদাস এভিনিউয়ে এবিভিপি (ABVP) নেতার বাড়িতে বোমাবাজির (Bombing) অভিযোগ উঠল। যার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।

সবাই যখন বর্ষ শেষের আনন্দে মাতোয়ারা, তখন হঠাৎ করেই বোমাবাজি দুর্গাপুরে। ভর সন্ধ্যেয় বোমা পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক সক্রিয় কর্মীর বাড়িতে। দুর্গাপুর চন্ডীদাস এভিনিউ এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যেয় এবিভিপি কর্মী নিখিল রায় বাড়িতে ছিলেন না। তখনই বাড়িতে বোমা পড়ে। এক বন্ধুর মারফত খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখেন ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র, কাঁচের টুকরো ও বোমের সুতলি।

বোমাবাজির এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে এবিভিপি কর্মী নিখিল রায়। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। আনারস রায় বলেন, “আমরা ভিতরে ছিলাম। অনেক জোরে আওয়াজ হয়। সেই দৌড়ে যাই দেখার জন্য কী হয়েছে। তখন দেখি গোটা ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কালো ধোঁয়া উঠছে।”

নিখিল রায় বলেন, “আমি বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে চা খেতে। সেই সময় ফোন আসে। আমার ভাই জানায় যে বোম পড়েছে। আমি ১০ মিনিটের মধ্যে নিজের ঘরে এসে দেখি গোটা ঘরে কাচের টুকরো পড়ে রয়েছে। ধোঁয়া-ধোঁয়া হয়ে রয়েছে। এরপর আমি থানায় খবর দেই। থানার ওসি-আইসিরা আসেন।এগুলো তৃণমূল ছাড়া আর কেউ করেনি। আগে কলেজে মার খেয়েছি।এখন বাড়িতে চলে এসেছে। কতদিন চলবে এইসব।” এই বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতা জানিয়েছেন, “আমরা শুনেছি যে নিখিলের বাড়িতে বোমা পড়েছে। তবে আমরা জানি যে ওর বাড়ির বাইরে বেআইনি কাজ-কারবার চলত। অনেক সমাজবিরোধীদের যাতায়াত ছিল। আমি পুলিশকে বলব সঠিক তদন্ত করতে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”