Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kazi Nazrul University: পুলিশি পাহারায় ৪৬ দিন পর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন উপাচার্য

Paschim Burdwan: সম্প্রতি রাজ্যপাল তথা বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন আন্দোলনকারীরা। প্রায় ১ ঘণ্টা তাঁদের সাক্ষাৎপর্ব চলে। এরপরই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে কোর্ট মিটিং ডাকার নির্দেশ দেওয়া হয়।

Kazi Nazrul University: পুলিশি পাহারায় ৪৬ দিন পর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন উপাচার্য
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 6:05 PM

আসানসোল: ৪৬ দিন পর কড়া পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন উপাচার্য। একদিকে আন্দোলনকারীদের চিৎকার চেঁচামেচি, স্লোগান, অন্যদিকে পুলিশের কড়া পাহারা, এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) উপাচার্য সাধন চক্রবর্তী। হাইকোর্টের রায়ে আন্দোলন অনৈতিক। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আন্দোলন তুলে নিতে হবে, নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তারপরও আন্দোলন থামেনি। অবশেষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে যান উপাচার্য। বেরোনোর আগে উপাচার্য সাধন চক্রবর্তী জানান, আগামী বুধবার তিনি বৈঠক ডাকবেন। একইসঙ্গে এই অচলাবস্থা কেটে যাবে বলেও আশাবাদী তিনি।

গত ৪৬ দিন ধরে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলছে। অধ্যাপক, অধ্যাপিকাদের সঙ্গে অশিক্ষক ও পড়ুয়াদের একাংশও এই আন্দোলনে শামিল। এর জেরে দিনের পর দিন বিঘ্নিত হচ্ছে পঠনপাঠন। এরপরই বুধবার হাইকোর্ট নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয় চত্বরে পড়াশোনা বিঘ্নিত করে এই আন্দোলন করা যাবে না। উপাচার্যকেও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিতে হবে।

সম্প্রতি রাজ্যপাল তথা বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন আন্দোলনকারীরা। প্রায় ১ ঘণ্টা তাঁদের সাক্ষাৎপর্ব চলে। এরপরই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে কোর্ট মিটিং ডাকার নির্দেশ দেওয়া হয়। এই রেজিস্ট্রারকেই অনৈতিকভাবে বরখাস্তের অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা।

এমনকী রেজিস্ট্রারকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি। এই ঘটনাকে সামনে রেখেই প্রথম প্রতিবাদের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে। এদিকে ‘বরখাস্ত’ হওয়া রেজিস্ট্রারকেই আচার্য কোর্ট মিটিং ডাকার নির্দেশ দেন। যা নিয়ে আন্দোলনকারীরা কার্যত নৈতিক জয়ের আভাস পান। আর এইসব বিতর্কের মধ্যেই এদিন মাস পার করে ঢুকলেন বিশ্ববিদ্যালয়ে।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'