By Election: শেষবেলার গেরুয়ায় ভাসল বিজেপি-তৃণমূলের প্রচার, অগ্নিমিত্রার মাথায় পাগড়ি, শত্রুঘ্নর গলায় উত্তরীয়
Asansol: পুরোদমে প্রচার করেছে সিপিএমের কর্মী, সমর্থকরাও।
আসানসোল: ১২ এপ্রিল উপনির্বাচন (By Election) রাজ্যের দুই কেন্দ্রে। একটি লোকসভা, অন্যটি বিধানসভা। আসানসোল লোকসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন। বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রেও সেদিনই ভোট। রবিবার ছিল প্রচারের শেষদিন। দুই কেন্দ্রেই এদিন ছিল প্রচারের ঝোড়ো ব্যাটিং। আসানসোলে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। রামনবমীর দিন একেবারে গৈরিক সাজে দেখা গেল প্রার্থীকে। অগ্নিমিত্রার মাথায় গেরুয়া পাগড়ি, গলায় গেরুয়া উত্তরীয়। অন্যদিকে এখানে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর প্রচারেও গেরুয়ার ছোঁয়া। ‘বিহারী বাবু’র পোশাক সাদা হলেও গলা থেকে ঝুলছিল কমলা উত্তরীয়। রবিবার সন্ধ্যায় আসানসোল ও বার্ণপুরে রামনবমীর মিছিলে অংশ নেন আসানসোল লোকসভা (Asansol) কেন্দ্রের দুই দলের দুই প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও অগ্নিমিত্রা পাল।
শত্রুঘ্ন সিনহার সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে রানিগঞ্জের রামনবমীর মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারি। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। রবিবার সকালে আসানসোলে অগ্নিমিত্রা পালের হয়ে শেষবেলার প্রচার করেন ভোজপুরি তারকা মনোজ তিওয়ারি। হুড খোলা গাড়িতে বিভিন্ন এলাকায় রোড শো করেন তিনি। মনোজ তিওয়ারি অগ্নিমিত্রা পালের হয়ে ভোজপুরি ভাষায় গানও গান। তিনি বলেন, “এবারের উপনির্বাচনে আসানসোলে অগ্নি মানে আগুন জ্বলবে। সব মানুষ চুপচাপ আছেন। এর মানে হলো ‘চুপচাপ কমল মে ছাপ’।”
একদিকে বিজেপি প্রার্থী যখন হুডখোলা গাড়িতে আসানসোলের বিভিন্ন এলাকায় ঘুরেছেন, তখন তৃণমূল প্রার্থীকে দেখা গিয়েছে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় ঘুরে ভোট চাইতে। ভোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী শত্রুঘ্ন সিনহা। তাঁর হয়ে তৃণমূলের কর্মীরাও প্রচার করেন বিভিন্ন জায়গায়। শেষ প্রচারে পিছিয়ে ছিল না বামেরাও। সিপিআইএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের সমর্থনে রবিবার সাতসকালে মোটরবাইক ও টোটো মিছিল হয়। আসানসোলের বার্ণপুর রোডের স্টারলিং হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এই ছিলেন দলের নেতা, কর্মী, সমর্থকরা। অন্যদিকে বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার করেন কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরি ও সিপিএম প্রার্থী সায়রা হালিম যথারীতি প্রচার সারেন। এ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। এদিন জনসংযোগ করেন তিনিও।
আরও পড়ুন: Ram Navami 2022: অস্ত্র মিছিল কেন রামনবমীতে? রামচন্দ্রের সঙ্গেই বা অস্ত্রের কী যোগ? কী বলছে পুরাণ