Terrorist Link: ‘শাহাদাত’ জঙ্গি সংগঠনের যোগ! বাংলায় ফের জঙ্গিযোগ সন্দেহে বড় গ্রেফতারি

Terrorist Organization: এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি 'শাহাদাত' নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন 'আনসার-আল-ইসলামের' সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন 'শাহাদাতের' যোগ রয়েছে।

Terrorist Link: 'শাহাদাত' জঙ্গি সংগঠনের যোগ! বাংলায় ফের জঙ্গিযোগ সন্দেহে বড় গ্রেফতারি
জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 11:22 PM

পশ্চিম বর্ধমান: ফের বড় সাফল্য রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে একজনকে পাকড়াও করেছে এসটিএফ। ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ হাবিবুল্লাহ। এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন ‘আনসার-আল-ইসলামের’ সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন ‘শাহাদাতের’ যোগ রয়েছে। শুধু তাই নয়, ঘুর পথে আল-কায়দার সঙ্গেও এদের যোগ রয়েছে সন্দেহ গোয়েন্দাদের।

রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, ধৃত মহম্মদ হাবিবুল্লাহের সঙ্গে জঙ্গি সংগঠন ‘শাহাদাতের’ যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই জঙ্গি গোষ্ঠী ‘বিপ’ নামে একটি গোপন রহস্যময় মেসেজিং প্লাটফর্মের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে বলে সূত্রের খবর। গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় অভিযান চালান রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেই অভিযানেই কাঁকসার বাড়ি থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিদুল্লাকে।

জানা যাচ্ছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ও ইউএপিএ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।