Medinipur Food Poising: খাদ্যে বিষক্রিয়া? বিকালে টিফিনের পর অসুস্থ মহিলা ফুটবল টিমের প্রত্যেক সদস্যই

Medinipur Food Poising: দলের প্রত্যেকেই একে একে অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

Medinipur Food Poising: খাদ্যে বিষক্রিয়া? বিকালে টিফিনের  পর অসুস্থ মহিলা ফুটবল টিমের প্রত্যেক সদস্যই
মেদিনীপুরে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ফুটবল টিমের সদস্যরা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2021 | 7:36 AM

মেদিনীপুর: খাদ্যে বিষক্রিয়া? পশ্চিম মেদিনীপুরের একটি মহিলা ফুটবল দলের সব সদস্যের একই সঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় উঠল প্রশ্ন। গুরুতর অসুস্থ হয়ে প্রত্যেকেই মেদিনীপুর মেডিক্যালে ভর্তি। তাঁদের প্রত্যেকের উপসর্গও একই।

খাদ্যে বিষক্রিয়া থেকে পশ্চিম মেদিনীপুরের একটি মহিলা ফুটবল দলের সদস্যরা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন! জানা গিয়েছে, গড়বেতা – ৩ নং ব্লকের নলবনা গ্রাম পঞ্চায়েতের ভাতুড়বাঁধি গ্রামে একটি স্থানীয় ক্লাবের হয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল জেলার বিভিন্ন প্রান্তের মহিলা ফুটবল দল টিম।

তার মধ্যেই, গোয়ালতোড় থানার পশ্চিম মাইলি’র একটি দলের প্রায় সকল সদস্যই বিকাল থেকে অসুস্থ হয়ে পড়েন। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই একই খাবার খেয়েছিলেন। তারপর থেকে একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাঁদের বমি-পায়খানা-পেটে ব্যথা শুরু হয়। অনেকেই দুর্বল হয়ে পড়েন। কারোর মধ্যে খিঁচুনিও দেখা দেয়।

দলের প্রত্যেকেই একে একে অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সকলকেই ভর্তি করা হয় স্থানীয় গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে।

কিন্তু তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খারাপ হতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৪ জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বাকি ৬-৭ জন কেওয়াকোল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। তিনি জানিয়েছেন, “সকলের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কী থেকে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনটা আগে কোনওদিন হয়নি।”

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার মহাকুমা ক্রীড়া সংস্থার অন্যতম নেতৃত্ব সন্দীপ সিংহ মেদিনীপুর মেডিক্যালে দাঁড়িয়ে বললেন, “অন্যান্য ফুটবল দলের খেলোয়াড়রা অসুস্থ না হলেও, গোয়ালতোড়ের এই ক্লাবটির খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন: Barakar Arms Recovered: পিছনে কারা? বরাকরে অস্ত্র উদ্ধারের তদন্তে এবার এসটিএফ

আরও পড়ুন: Jalpaiguri: ‘পরপুরুষের সঙ্গে সম্পর্ক ওর,’ মাথা মুড়িয়ে বেধড়ক মার মহিলাকে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে!