সাইকেল কেনাই কাল হল! চালাতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু ৫ বছরের ছেলের

Daspur: সাইকেল চালাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত আদমপুর গ্রামে।

সাইকেল কেনাই কাল হল! চালাতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু ৫ বছরের ছেলের
মৃত অয়ন বেরা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 10:17 PM

দাসপুর: সাড়ে পাঁচ বছরের ছেলে। এই বয়সেই শিখে গিয়েছিল সাইকেল চালানো। তার পরই বাড়ির লোকের কাছে আব্দার করে নতুন সাইকেল কেনার। শুরুতে বাড়ির লোক তাঁর আব্দারে কানে তোলেননি। কিন্তু নাছোড়বান্দা মনোভাব দেখে ছেলেকে সাইকেল কিনে দিয়েছিলেন বাবা। সেই সাইকেল নিয়ে প্রতিদিন দুপুরে চালাতে যেত সাড়ে পাঁচ বছরের ছেলেটি। শনিবার সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। সে সময়ই সাইকেল সমেত রাস্তার ধারে পুকুরে পড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সকালে ঘুরতে বেরিয়ে ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকেরা। শুরু হয় খোঁজাখুঁজি। বিকালে পুকুরের জলে বাচ্চাটির জুতো ভাসতে দেখেন স্থানীয়রা। এর পর পুকুর থেকে উদ্ধা করা হয় বাচ্চাটিকে। সাইকেলও উদ্ধার হয়েছে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা সহ পরিবাররে অন্য লোকেরা। শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকাতেও।

সাইকেল চালাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত আদমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদমপুর গ্রামের বাসিন্দা মানস বেরার কিছু দিন আগে সাইকেল কিনে দিয়েছিলেন তাঁর এক মাত্র পুত্র অয়ন বেরাকে।  শনিবার সাইকেল চালাতে গিয়ে বাড়ি লাগোয়া পুকুরে পড়ে মৃত্যু হয়েছে অয়নের।

অয়নের আবদার মতো কয়েকদিন আগেই নতুন সাইকেল কিনে দিয়েছে তার বাবা। অন্যান্য দিনের মতো সাইকেল নিয়ে সাইকেল চালাতে বেরিয়েছিল। কিন্তু আর বাড়ি ফিরে আসেনি ছোট্ট অয়ন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এবং বিকাল নাগাদ বাড়ি লাগোয়া পুকুরে সাইকেল ও তার জুতো ভাসতে দেখে। এর পর পুকুরে তল্লাশি চালায়। সন্ধ্যা নাগাদ বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় অয়নের দেহ। এই ঘটনা শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।