Lord Shiv: জানেন কি শুধু মাত্র গরুর টানে এই দিন মর্ত্যলোকে নেমে আসেন খোদ মহাদেব?

Badhna Parab: জানা যায়, মানুষ যখন গরুকে নির্যাতন করত সেই সময় তারা নিরুপায় হয়ে শিবের শরণাপন্ন হয়। সেই সময় মহাদেব আস্থা দেন যে তাদের প্রতিপালন কেমন হচ্ছে দেখতে বছরের এই দিনটিতে তিনি মর্তে আসবে। সেই কারণে আদিবাসী মানুষের বিশ্বাস কালীপুজোর রাত্রিবেলা খোদ মহেশ্বর আসেন মর্ত্যলোকের বাড়িতে।

Lord Shiv: জানেন কি শুধু মাত্র গরুর টানে এই দিন মর্ত্যলোকে নেমে আসেন খোদ মহাদেব?
ধরাধামে মহাদেবImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 1:56 PM

জঙ্গলমহল: নিজেদের উপরে হওয়া নির্যাতনের কথা একসময় মহাদেবকে নালিশ করতে গিয়েছিল গাভীরা। অন্তত তেমনটাই কথিত আছে। সেই দিনই নাকি দেবাদিদেব তাদের কথা দিয়েছিলেন বছরে একবার মর্ত্যলোকে তিনি আবির্ভূত হবেন। আর গরু-মহিষরা কেমন আছে তা দেখে যাবেন। এই বিশ্বাসকে কেন্দ্র করেও আজও ধরাধামে পালিত হয় বাঁধনা পরব। হাতে ধামসা মাদল নিয়ে তা বাজাতে-বাজাতে এ বছরও ধুমধামের সঙ্গে পালিত হল এই অনুষ্ঠান। এবার ভাই ফোঁটার দিন এই পরব পালিত হয়েছে জঙ্গল মহলে। মূলত, গরুকে আনন্দ দিতেই এই বাঁধনা উৎসবে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

জানা যায়, মানুষ যখন গরুকে নির্যাতন করত সেই সময় তারা নিরুপায় হয়ে শিবের শরণাপন্ন হয়। সেই সময় মহাদেব আস্থা দেন যে তাদের প্রতিপালন কেমন হচ্ছে দেখতে বছরের এই দিনটিতে তিনি মর্তে আসবে। সেই কারণে আদিবাসী মানুষের বিশ্বাস কালীপুজোর রাত্রিবেলা খোদ মহেশ্বর আসেন মর্ত্যলোকের বাড়িতে। তাই বাড়ির সকলে পুজোর আগে মাটির প্রদীপ দিয়ে ঘর সাজান। পুরুষরা ঢোল বাজিয়ে গরু মহিষকে জাগিয়ে রাখেন

তবে আমন ধান বাড়িতে তোলার আগে গরুকে কৃতজ্ঞতা জানানোর রীতিই হল বাঁধনা। এই পরব ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার এর কুড়মি, গোয়ালা, রাজোয়ার, সাঁওতাল, নাপিত, কুইরি, কুমহার, ভূমিজ, লোধা, মুন্ডা প্রভৃতি জাতির কৃষিভিত্তিক উৎসব। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয় এটি। মূলত কালীপুজোর পরদিন বাঁধনা পরব পালিত হয়ে থাকে। এই উৎসবে যে গান গাওয়া হয়,তাকে অহিরা গান বলা হয়।