BJP: ‘চোরেদের ভোট দিতে এলে ঠ্যাং ভেঙে দিন’, দিলীপকে পাশে নিয়েই নিদান BJP জেলা সভাপতির

BJP vs TMC: বিজেপি নেতা তাপস মিশ্র বলেন, "পঞ্চায়েত নির্বাচন এসে গিয়েছে, বুথে বুথে দুর্গ গড়ে তুলুন। চোরেদের একটাও ভোট দেবেন না, ভোট দিতে দেবেন না। ভোট দিতে এলে ঠ্যাঙ ভেঙে দিন।"

BJP: 'চোরেদের ভোট দিতে এলে ঠ্যাং ভেঙে দিন', দিলীপকে পাশে নিয়েই নিদান BJP জেলা সভাপতির
বিজেপির জেলা সভাপতি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 7:51 PM

কেশিয়াড়ি: পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) আগে ক্রমেই তেতে উঠছে রাজনীতির বাতাবরণ। প্রতিটি দল নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ঝাঁঝালো বক্তৃতাও ভেসে আসছে বিভিন্ন নেতাদের মঞ্চ থেকে। ধেয়ে আসছে বল্গাহীন বাক্যবাণ। এবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সামনেই নাম না করে তৃণমূলকে (TMC) আক্রমণ শানালেন বিজেপির (BJP) পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তাপস মিশ্র। পঞ্চায়েত নির্বাচনে ‘চোরদের’ ভোট দিতে এলে ‘মেরে ঠ্যাঙ ভেঙে ফেলার’ নিদান দিলেন বিজেপির জেলা সভাপতি।

তাপস মিশ্র বললেন, “পঞ্চায়েত নির্বাচন এসে গিয়েছে, বুথে বুথে দুর্গ গড়ে তুলুন। চোরেদের একটাও ভোট দেবেন না, ভোট দিতে দেবেন না। ভোট দিতে এলে ঠ্যাঙ ভেঙে দিন।” প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধেয় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে কেশিয়াড়িতে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। আর তাঁর সামনেই এমন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির জেলা সভাপতি। সঙ্গে তিনি এও বললেন, “বাঙালি ছেলে-মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা রাস্তায় কেন, যুদ্ধে যেতে রাজি আছি। সমস্ত রকমভাবে আমরা মোকাবিলা করব, প্রতিবাদ করব। তার প্রথম সুযোগ এসে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন। কোমরে গামছা বেঁধে আপনারা সবাই নিজের বুথে বুথে দুর্গ গড়ে তুলুন।”

এই নিয়ে কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু বলেন, “কেশিয়াড়িতে পাঁচটি গ্রাম পঞ্চায়েত তো ওরা চালাচ্ছে। যদি চোরেদের হয়, যাঁরা পঞ্চায়েত চালাচ্ছে তারা যদি চুরি করে… তাহলে করছে। কে কার বিরুদ্ধে কথা বলছে? এরা বড় বড় কথা বলছে। যদি এদের হিম্মত থাকে, তাহলে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে, মুখ আর মুখোশ স্পষ্ট হয়ে যাবে।” পাল্টা কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক।  সব মিলিয়ে রাজ্যে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই গরম হয়ে উঠছে রাজ্যের রাজনীতির বাতাবরণ।