TMC Join: ঘাটালে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, পদ্ম-বিধায়কের বিরুদ্ধে বিষোদ্গার করে ঘাসফুলে নেতা-কর্মীরা

Medinipur: ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইতের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মে অনুপ্রাণিত হয়ে মনসুখা-১ অঞ্চলের বহু বিজেপি নেতা, কর্মী, সমর্থক ঘাটাল পার্টি অফিসের সামনে এসে তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান তালিকায় নাম ছিল পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্রের।

TMC Join: ঘাটালে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, পদ্ম-বিধায়কের বিরুদ্ধে বিষোদ্গার করে ঘাসফুলে নেতা-কর্মীরা
শিবশঙ্কর মিশ্র-সহ বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 10:17 PM

মেদিনীপুর: ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। তৃণমূলের দাবি, পঞ্চায়েত সদস্য, মণ্ডল সহসভাপতি-সহ ৬৪ জন তৃণমূলে যোগ দেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে রবিবার এই যোগদান হয়। তৃণমূলের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্য, উত্তর মণ্ডলের সহসভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক-সহ ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতা এদিন যোগ দেন শাসকশিবিরে। ঘাটালের মনসুখা-১ গ্রামপঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে বিজেপির ৪টি ছিল। এদিনের যোগদানের ফলে তা কমে ৩ হল। অন্যদিকে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হল ১২।

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইতের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মে অনুপ্রাণিত হয়ে মনসুখা-১ অঞ্চলের বহু বিজেপি নেতা, কর্মী, সমর্থক ঘাটাল পার্টি অফিসের সামনে এসে তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান তালিকায় নাম ছিল পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্রের।

শিবশঙ্কর মিশ্র বলেন, “দীর্ঘদিন বিজেপি করেছি। কিন্তু উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল বিধানসভার উন্নয়ন করতে গেলে, এলাকার উন্নয়ন করতে গেলে তৃণমূলের বিকল্প কিছু নেই। আর বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে তো অভিযোগ অনেক। মিটিং মিছিলে সব বলব।”

তবে এসব কথা মানতে নারাজ বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, “২-৪ জন যোগ দিয়েছে। এর বেশি কেউ যায়নি। তবে আমরা বারবারই বলি সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিয়ে গিয়ে পচা পুকুরে ফেলে দিলে পচা পুকুর শুদ্ধ হয়ে যায় না। তেমন সাগরেরও কিছু আসে যায় না। দু’ একজন বিজেপির লোক নিয়ে গিয়ে তৃণমূল যদি মনে করে বিশাল কিছু জিতে নিয়েছে ভুল ভাবছে।”