TMC-BJP: সমবায়ে জিতল তৃণমূল, বাজি ফাটিয়ে মিছিল করে উচ্ছ্বাস বিজেপির
Medinipur: এই সমবায়ের ভোটে তৃণমূল সবক'টি আসনেই প্রার্থী দিয়েছিল। তবে বিজেপি ৩৩টিতে প্রার্থী দেয়। সবক'টিতেই জয় পান তৃণমূল সমর্থিতরা। এদিকে তৃণমূলের এই জয়ের পর বিজেপিকে উল্লাস করতে দেখা যায়। কাঁধে বিজেপির পতাকা নিয়ে বাজি ফাটিয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শোনা যায় তাদের। কিন্তু ঘাসফুলের জয়ে পদ্মশিবিরে এত আনন্দের কারণ?
মেদিনীপুর: সমবায় সমিতির ভোট ছিল। সেই ভোটে জয়ী হয় তৃণমূল। কিন্তু উৎসবের মেজাজে দেখা গেল বিজেপিকে। বাজি ফাটিয়ে, কার্যত বিজয়োল্লাস করে মিছিল করে এলাকায়। রবিবার দাসপুরের রাজনগরে শহিদ প্রদ্যোৎ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। মোট ৬২টি আসনে সেখানে ভোট হয়।
এই সমবায়ের ভোটে তৃণমূল সবক’টি আসনেই প্রার্থী দিয়েছিল। তবে বিজেপি ৩৩টিতে প্রার্থী দেয়। সবক’টিতেই জয় পান তৃণমূল সমর্থিতরা। এদিকে তৃণমূলের এই জয়ের পর বিজেপিকে উল্লাস করতে দেখা যায়। কাঁধে বিজেপির পতাকা নিয়ে বাজি ফাটিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শোনা যায় তাদের। কিন্তু ঘাসফুলের জয়ে পদ্মশিবিরে এত আনন্দের কারণ?
তৃণমূলের চিন্ময় চক্রবর্তী বলেন, “ওরা চেয়েছিল ঝামেলা করে ভোটে জিতবে। কিন্তু সকাল থেকে আমাদের কর্মীরা যেভাবে উৎসবের মেজাজে ভোট করেছেন, জানতাম জয় আমাদের নিশ্চিত। পরে ওরা বোধহয় বাজি ফাটিয়ে আমাদেরই স্বাগত জানিয়েছে।”
যদিও ঘাটাল-৪ মণ্ডলের বিজেপি নেতা আশিস দলুই বলেন, “ভোটের জয় পরাজয়ের নিরিখে আমরা পরাজিত। তবু আমরা গর্বিত। কারণ তৃণমূলের যে বোর্ড ছিল, ওরা আমাদের বিজেপির লোকজনকে সদস্যই হতে দেয়নি পাঁচ বছর ধরে। আমরা আজকের ভোটে প্রতীকী অংশগ্রহণ ধরে নিয়েছিলাম। তারপরও আমাদের প্রার্থীরা ৮০টা, ৭৫টা ভোট পেয়েছে। জিরো থেকে হিরোর পর্যায়ে এসেছি ভোটের শতাংশে। এটাই আমাদের নৈতিক জয়। তাই আমাদের ছেলেরা আনন্দ করছে, বাজি ফাটাচ্ছে, মিছিল করছে।”
এ বিষয়ে রাজনগর অঞ্চল তৃণমূল সভাপতি পুলিনবিহারী সামন্ত বলেন, “এই কৃষি উন্নয়ন সমিতির যে উন্নয়ন বিগত দিনে হয়েছে তারই ফল এটা। সাধারণ মানুষ থেকে কৃষকবন্ধু, সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করেছি। তাই এই বিপুল ভোটে জয়। আর ওরা বাজি ফাটাচ্ছে ওটা ওরা বুঝবে।”