Daspur Sand Smuggling: নির্মীয়মান বাঁধের পাশ থেকেই বেমালুম পাচার হচ্ছে বালি! অভিযোগে সরগরম দাসপুর

Daspur Sand Smuggling: বালি পাচারের ঘটনায় ইতিমধ্যে দুটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। দু'জনকে গ্রেফতার করেছে দাসপুর থানার পুলিশ। তাঁদের রবিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Daspur Sand Smuggling: নির্মীয়মান বাঁধের পাশ থেকেই বেমালুম পাচার হচ্ছে বালি! অভিযোগে সরগরম দাসপুর
বালি পাচারের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 2:51 PM

পশ্চিম মেদিনীপুর: দাসপুরে কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি তুলে নদী বাঁধে মজুত করে, তা অন্যত্র পাচারের অভিযোগ।ঘটনায় দুটি বালি বোঝায় ট্রাক্টর-সহ গ্রেফতার ২ জন। ধৃতদের আজ আদালতে পাঠিয়েছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কল্মীজোড় এলাকায় কংসাবতী নদীতে চলছে বোরো বাঁধ বাঁধার কাজ। আর অভিযোগ, তারই পাশ থেকে দিনে রাতে প্রকাশ্যে চলছে বালি পাচার। অভিযোগ,নদী থেকে বালি তুলে বাঁধে তা মজুত করে, সেই বালি ট্রাক্টরে বোঝাই হয়ে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। বালি পাচারের ঘটনায় ইতিমধ্যে দুটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। দু’জনকে গ্রেফতার করেছে দাসপুর থানার পুলিশ। তাঁদের রবিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বেশ কদিন ধরেই কল্মীজোড়ে কংসাবতী নদী থেকে বালি তুলে নদীর বাঁধে মজুত করে তা অন্যত্র চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বালি বোঝাই দুটি ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ দেখান শনিবার দুপুরে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছয়। সেখান থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর-সহ দুজনকে গ্রেফতার করে।

প্রকাশ্যে কীভাবে নদী থেকে বালি তুলে, তা বাঁধে মজুত করা হচ্ছে? তা আবার অন্যত্র পাচার হয় উঠছে প্রশ্ন। এলাকাবাসীর দাবি, প্রশাসন ও শাসকদলের মদত ছাড়া এভাবে বালি পাচার সম্ভব নই। তাঁদের আরও দাবি, পুলিশ প্রশাসন আরও কঠোর হয়ে এই চক্রের মূল মাথাদের ধরুক। বালি পাচারের ঘটনায় শাসকদলের মদতের অভিযোগ উঠেছে। তবে তা নিয়ে শাসকদলের একাধিক জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রত্যেকেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ।

স্থানীয় তৃণমূল এক নেতা জানিয়েছেন, বালি চুরি কোনওভাবে মেনে নেওয়া যাবে না। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে।  প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। দুজনকে গ্রেফতারও করা হয়েছে। আগামীতে আরও কড়া নজরদারি সঙ্গে অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।