TMC-BJP: বাইশ গজে দুই ফুল! ব্যাট হাতে বিজেপি বিধায়ক আর বল করছেন তৃণমূল নেতা
panchayet election: একহাতে ব্যাট করছেন বিজেপি (BJP) বিধায়ক, আর বল করছেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এক কথায় খেলার ময়দানে মিশে গেল তৃণমূল বিজেপি।
দাসপুর: একে শীতকাল। তার উপর আবার রবিবার। ছুটির মেজাজে প্রায় অনেকেই। এদিকে সামনে পঞ্চায়েত ভোট (panchayet Election)। তার ব্যস্ততাও শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। চলছে বিভিন্ন কর্মসূচি। প্রতিটি রাজনৈতিক দল একে অপরকে দুষতে ব্যস্ত। এমন আবহে পশ্চিম মেদিনীপুরে (paschim Medinipur) দেখা গেল অন্য ছবি। একহাতে ব্যাট করছেন বিজেপি বিধায়ক, আর বল করছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এক কথায় খেলার ময়দানে মিশে গেল তৃণমূল বিজেপি।
১৪ জানুয়ারি শনিবার রাতে জমজমাট ছিল রাজনগর জীবন মৃত্যু ক্লাবের আয়োজনে ফ্রিডম কাপ ২০২৩। ৮ দলীয় এই ক্রিকেট খেলাকে নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল দাসপুরের রাজনগরে । খেলার শুরুতেই বাড়তি উত্তেজনা এবং উৎসাহ। একেবারে নজির সৃষ্টি হল ঘাটাল মহকুমার এই দাসপুরের রাজনগরে। খেলার উদ্বোধন পর্বে বল করতে দেখা গেল তৃণমূল পরিচালিত দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনিল দোলইকে। আর ব্যাট হাতে একের পর এক বল ডিফেন্সে খেলে দিলেন ঘাটালের বিধায়ক এবং বিজেপি নেতা শীতল কপাট।
শুধু তাই নয় এক মঞ্চে বসার পাশাপাশি মাল্যদান, খেলার উদ্বোধন, ফিতে কাটা সবটাই করলেন একসঙ্গে। ঘাটালের মানুষ বলছেন, এই প্রথম দেখা গেল ঘাটালের বিধায়কের সঙ্গে কোনও তৃণমূলের নেতা ক্লাবের অনুষ্ঠানে এসে ক্রিকেট খেলছেন। আর সে খেলা কয়েক হাজার দর্শক উপভোগ করছেন। তবে ক্লাবের সদস্যরা জানান, তাদের ক্লাবের সব অনুষ্ঠানেই দল ও মত নির্বিশেষে এই খেলা আয়োজন করেছে। বিষয়টি স্বাভাবিক।
তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এ বিষয়ে মন্তব্য করতে না চাইলেও ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, “আমরা জন প্রতিনিধি। সাধারণ মানুষের স্বার্থে আমাদের কাজ। অনিল বাবুর ছোড়া বল খেলে মজাই পেয়েছি। ১০ বছর পর আবার ব্যাট ধরেছিলাম।”
ক্লাব সম্পাদক স্বপন দিয়ান জানান, “১২ জানুয়ারি থেকে ৪ দিন ধরে নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের ক্লাবের বার্ষিক অনুষ্ঠান হয়। ১৪ জানুয়ারি শনিবার রাতে ছিল ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। সে খেলার সূচনা হয় ঘাটালের বিধায়ক শীতল কপাটের ব্যাট আর দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনীল দোলই এর বলে। অনীল বাবু দুটি বল করেন দুই বলই নিপুন হাতে শীতলবাবু প্রতিরক্ষা ভঙ্গিতে খেলেন। তবে রাত প্রায় ৩টে নাগাদ ৮ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে ঘাটাল একাদশকে ১৫ রানে হারিয়ে বিজয়ী ট্রফি জিতে নেয় বেলতলা একাদশ।”
সারা রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী দলগুলির মধ্যে বিরোধিতা যখন চরমে। সেই সময় রাজনীতির ময়দানে যুযুধান দুই পক্ষকে এক হতে দেখে রীতিমত স্তম্ভিত সেখানকার মানুষ জন।