Debra: ভিডিয়ো: রাস্তায় জায়ে-জায়ে তুমুল চুলোচুলি, এক জনের কান ছিঁড়ল তো আর এক জনের চুল

Debra: ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক জন মহিলার সঙ্গে বাকি তিন জন মহিলা ঝগড়া করছেন। ঝগড়া করতে করতেই আচমকাই এক মহিলা একজনের চুলের মুঠি ধরে টেনে রাস্তায় শুইয়ে দেন। বাকি দু'জন চ্যালা কাঠ দিয়ে মারধর করা শুরু করেন।

Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 11:57 AM

ডেবরা: প্রকাশ্যে দুই জায়ের মারামারি। এক জন লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন আরেক জনের দিকে। রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে একে অপরকে মার। মারামারিতে এক জায়ের কান ছিঁড়ল। অভিযোগ অপর জায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। জমি জায়গার বিবাদ না রাজনৈতিক কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। হঠাৎ করেই রাস্তার ওপর দুই জায়ের মারামারির সেই দৃশ্য মোবাইল বন্দি। ঘটনার তদন্তে নেমে স্তম্ভিত পুলিশও।

ডেবরার চকবাজিত এলাকার বাসিন্দা ঝর্না মান্না। তাঁর সঙ্গে তাঁর যা অনিমা সাঁতরা মান্নার ঝগড়া শুরু হয়ষ আচমকাই রাস্তার ওপর তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আর সেই মারামারির ভিডিয়ো মোবাইলে বন্দি করেন গ্রামেরই একজন। বুধবার সকাল থেকেই সেই ভিডিয়ো ভাইরাল হতে শুরু হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক জন মহিলার সঙ্গে বাকি তিন জন মহিলা ঝগড়া করছেন। ঝগড়া করতে করতেই আচমকাই এক মহিলা একজনের চুলের মুঠি ধরে টেনে রাস্তায় শুইয়ে দেন। বাকি দু’জন চ্যালা কাঠ দিয়ে মারধর করা শুরু করেন।

প্রতিবেশীদেরই এক পক্ষের দাবি, রাজনৈতিক কারণে মারধর করা হয়েছে। যদিও পাল্টা অন্য পক্ষের দাবি জমি জায়গার বিবাদের কারণে এই গোলমাল । পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ ।

যদিও আক্রান্ত মহিলার স্বামীর বক্তব্য, একটি বাড়িতে গরু ছাগল রাখা নিয়ে বচসার সূত্রপাত। আক্রান্ত মহিলাকে ওই বাড়িতে যেতে বারণ করেছিলেন তাঁর জা-ভাসুর। তবুও তিনি সেখানে যেতেন। তা নিয়েই সমস্যা হয়। থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তের স্বামী। তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে।