Ghatal: জলের পাইপের কাজ পিএইচইর, ‘জলে পড়ল’ দরিদ্র পরিবার

Medinipur: শেখ জিয়াউল হকের কথায়, "জেসিবি দিয়ে কাজ শুরু করেছিল। মাটির দেওয়ালে প্রথমে ফাটল ধরে। এরপর একে একে বাড়িটাই বসে গেল। এখন আমরা চারজন ভাইয়ের বাড়িতে গিয়ে উঠেছি। আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। বললেন দেখছেন।" জিয়াউলের পরিবারের লোকজনের দাবি, গ্রামের ভিতর জেসিবি এনে কীভাবে মাটি খোঁড়া হল? কোদাল দিয়ে কাজ করানো উচিত ছিল।

Ghatal: জলের পাইপের কাজ পিএইচইর, 'জলে পড়ল' দরিদ্র পরিবার
মেরিজান খাতুন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 8:07 AM

মেদিনীপুর: পিএইচই দফতরের জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে ভাঙল মাটির বাড়ি। দরিদ্র অসহায় পরিবারের ব্লক প্রশাসনের কাছে আবেদন, তারা যেন দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে। মেদিনীপুরের চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পিএইচই দফতরের উদ্যোগে পাইপ লাইনের কাজ চলছে। এর মাধ্যমে পানীয় জল পৌঁছবে। অভিযোগ, সেই পাইপ লাইনের কাজ করতে গিয়েই জেসিবি দিয়ে গর্ত করতে হয়। আর তাতেই হাটপুকুরের বাসিন্দা জিয়াউল হকের বাড়ির বাড়ি ধসে যায়।

জিয়াউল হক ও তাঁর পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে কাজ হয়নি। আর সে কারণেই এমন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। শেখ জিয়াউল হকের কথায়, “জেসিবি দিয়ে কাজ শুরু করেছিল। মাটির দেওয়ালে প্রথমে ফাটল ধরে। এরপর একে একে বাড়িটাই বসে গেল। এখন আমরা চারজন ভাইয়ের বাড়িতে গিয়ে উঠেছি। আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। বললেন দেখছেন।”

জিয়াউলের পরিবারের লোকজনের দাবি, গ্রামের ভিতর জেসিবি এনে কীভাবে মাটি খোঁড়া হল? কোদাল দিয়ে কাজ করানো উচিত ছিল। জিয়াউলের স্ত্রী মেরিজান খাতুন বলেন, “বাচ্চা নিয়ে তখন বাড়িতে ছিলাম। হঠাৎই দেখলাম বাড়ির একদিক নেমে যাচ্ছে। সকলে ছুটে বেরিয়ে আসি। এরপর বাড়ির পিছনে গিয়ে দেখি অর্ধেকটা বসে গিয়েছে। নিয়ম মেনে কাজ হয়নি। তাই আমরা পথে বসলাম।”

এ বিষয়ে জাড়া গ্রামপঞ্চায়েত প্রধান উমাশঙ্কর চৌধুরীর বক্তব্য, তিনি বিষয়টি জানতে পেরে ব্লক প্রশাসনকেও জানিয়েছেন। কীভাবে কাজ হচ্ছে, কোনও ওয়ার্ক অর্ডার তিনি পাননি বলেই জানান। বলেন, “বাড়িটা যে কোনও সময়ই ভেঙে পড়তে পারে। ওনাদের বাড়িতে না থাকতে বলেছি। আমি নিজে দেখলাম, ওই জায়গায় জেসিবি এনে কাজ করা যায় না।” প্রধান জানান, বিডিওর সঙ্গে কথা হয়েছে। পরিবারটির পাশেই আছেন তিনি।