Medinipur: ভাইফোঁটার সকালে মাংসের দোকানে তখন ঠাসা ভিড়, জ্যান্ত জ্বলল শরীরগুলো! কসাইখানায় নৃশংস ঘটনা
Medinipur: ক্ষীরপাইয়ের কাশীগঞ্জের বাজার বেশ বড়ই। বাঙালির বিশেষ দিনে তাই সেই বাজারের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। মাংসের দোকানের বাইরে লম্বা লাইন। সেই দোকানেই আচমকা আগুন লেগে যায়।
পশ্চিম মেদিনীপুর: ভাইফোঁটা। সকাল থেকেই মাংসের দোকানে লম্বা লাইন। মাটন, চিকেন তো পাতে পড়বেই। ঠাসা ভিড় বাজারে। তারই মধ্যে হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার। কিছু বুঝে ওঠার আগেই ছোটাছুটি পড়ে যায় বাজারে। তারই মধ্যে তারস্বরে চিৎকার করতে থাকে মুরগিগুলো। চেঁচাতে থাকে পাঠাও। আগুনের লেলিহান শিখা ততক্ষণে ছ্যাঁকা দিচ্ছে তাঁদের শরীরে। বাজারের পাশেই পানা পুকুর। সেখান থেকে জল আনার ধূম লাগে। ভাইফোঁটার সকালে গ্যাস লিক করে ভয়ঙ্কর দুর্ঘটনা মেদিনীপুরের ক্ষীরপাইয়ের কাশীগঞ্জে। সাতসকালে বাজারের একটি মাংসের দোকানে আগুন লেগে যায়। এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর মিলছে।
ক্ষীরপাইয়ের কাশীগঞ্জের বাজার বেশ বড়ই। বাঙালির বিশেষ দিনে তাই সেই বাজারের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। মাংসের দোকানের বাইরে লম্বা লাইন। সেই দোকানেই আচমকা আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দোকানের গরম জল করার গ্যাসের সিলিন্ডারের লিক করে আগুন লেগেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়েও পড়তে থাকে।
খরিদ্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নেভাতে গিয়ে এক খরিদ্দার গৌরীশঙ্কর সিংহ-সহ, দোকানের মালিক স্বদেশ দাস আহত হয়েছেন। আগুনে তাঁদের শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকটি মুরগিরও ।
আহত দু’জনকেই চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দারা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই দুজনেরই এখন চিকিৎসা চলছে। ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।