Air Force Trial in Belda: বেলদার আকাশে উড়ল যুদ্ধবিমান, অবতরণ রাস্তাতেই, অবাক এলাকাবাসী
Air Force Trial in Belda: বছর দুয়েক আগেই এই রানওয়ে তৈরির কাজ শুরু হয়। রাস্তার দু পাশে থাকা গাছ কেটে চওড়া করা হয় রাস্তা। বেলদার কাছেই খড়্গপুরের সালুয়াতে রয়েছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি। সেই কারণেই এই জায়গাকে বেছে নিয়েছে বায়ুসেনা।
বেলদা: ভরদুপুরে যুদ্ধবিমান উড়তে দেখে কার্যত অবাক এলাকাবাসী। এক প্রান্ত থেকে উড়ে অপর প্রান্তে অবতরণ করে সেটি। বুধবার দুপুরে সেই দৃশ্য দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায়। শুধু যুদ্ধবিমান নয়, উপস্থিত ছিলেন বায়ুসেনার একাধিক সদস্য, ছিল আরও অনেক সরঞ্জামও। আসলে এই বেলদা থেকেই যুদ্ধবিমান ওড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখনও পুরোপুরি কার্যকর না হলেও, কিছুদিনের মধ্যেই কার্যকর হবে বিশেষ রানওয়ে। তার আগেই পরীক্ষামূলকভাবে ওড়ানো হল বায়ুসেনার বিমান।
বেলদার নারায়ণগড় ব্লকের পোক্তাপল থেকে শ্যামপুরা পর্যন্ত তৈরি করা হচ্ছে বিশেষ রানওয়ে। জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান ওঠানামার জন্য যাতে ব্যবহার করা হয়, সে কারণেই ওই রানওয়ে তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ওই রানওয়ের উদ্বোধন রয়েছে। তার আগেই বায়ুসেনার তরফে দেওয়া হল মহড়া। তবে এদিন বিমান রানওয়েতে অবতরণ করেনি। আকাশপথে প্রায় ৩০ ফুট উঁচুতে ওড়ানো হয়েছে ওই বিমান। বায়ুসেনা সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই রানওয়েতে অবতরণ করানো হবে যুদ্ধবিমান।
বছর দুয়েক আগেই এই রানওয়ে তৈরির কাজ শুরু হয়। রাস্তার দু পাশে থাকা গাছ কেটে চওড়া করা হয় রাস্তা। বেলদার কাছেই খড়্গপুরের সালুয়াতে রয়েছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি। সেই কারণেই এই জায়গাকে বেছে নিয়েছে বায়ুসেনা। দেশে আরও একাধিক এমন রানওয়ে তৈরির কাজও চলছে।