Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: ‘তৃণমূলের রেজিস্টার্ড ডাকাত’, তৃণমূল কো অর্ডিনেটরকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের

Ghatal: প্রসঙ্গত, ৩ এপ্রিল চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুল মাঠে কৃষক সমাবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভার অনুমতি পাওয়াকে ঘিরে টানাপোড়েন চলে।

Ghatal: 'তৃণমূলের রেজিস্টার্ড ডাকাত', তৃণমূল কো অর্ডিনেটরকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের
বাঁদিকে অজিত মাইতি, ডান দিকে শীতল কপাট
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 2:28 PM

ঘাটাল: জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি সম্পর্কে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। “তৃণমূলের অন্যতম রেজিস্টার্ড ডাকাত অজিত মাইতি,উনি বিভিন্ন কয়লা বালি পাথর খাদানের সঙ্গে যুক্ত আছেন।” তাঁর আরও বক্তব্য, ” অজিত মাইতি বারে বারে চেষ্টা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করার জন্য। কারণ ওঁ জানেন কোনও মুহূর্তে ওঁকে জেলখানায় যেতে হতে পারে সেই জন্য ওঁ যোগাযোগ করেন,যোগাযোগের রাস্তা খুঁজে পাচ্ছেনি বলেই উল্টেপাল্টা মন্তব্য করেন।” জেলা তৃণমূল কো-অর্ডিনেটর তথা পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতিকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। প্রসঙ্গত, ৩ এপ্রিল চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুল মাঠে কৃষক সমাবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভার অনুমতি পাওয়াকে ঘিরে টানাপোড়েন চলে। শেষমেশ হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হয় বিরোধী দলনেতাকে। সেই সভার পাল্টা গত ৭ ই এপ্রিল ওই একই মাঠে তথা ঝাঁকরা হাইস্কুল মাঠে জনসভা করে বিরোধী দলনেতার বক্তব্যর পাল্টা জবাব দেয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সায়নী ঘোষ সহ জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতিও। ৭ এপ্রিল তৃণমূলের জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত মাইতি ঘাটালে দলের নেতৃত্বদের ঐক্যবদ্ধ রাখার বার্তা দিতে গিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট,খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণের প্রসঙ্গ টেনে এনে কটাক্ষের সুরে একাধিক মন্তব্য করেন। অজিত মাইতি ওইদিন ঘাটাল বিধানসভায় শীতল কপাটের জয় নিয়ে কটাক্ষ করে বলেছিলেন,”কোনওক্রমে এক হাজার ভোটে শীতল কপাট জিতে গিয়েছে আর বিরোধী দলনেতা পাম্প খাইয়ে ও যা নয়, তা দেখানোর চেষ্টা করে চলেছে। যেমনটা হিরণের ক্ষেত্রে করেছে। লোকসভা ভোটে বিরোধী দলনেতার সেই দেখানোটা বন্ধ করে দেব।”

আর অজিত মাইতির এহেন বক্তব্যর পাল্টা প্রতিক্রিয়ায় রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট,যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও শীতল কপাটের এহেন মন্তব্যের পর এখনও পর্যন্ত অজিত মাইতির বক্তব্য, “ওদের গায়ে আসলে ফোস্কা পড়েছে। হিরণ, শীতল কপাটকে আমাদের দলে দরকার নেই। আমাদের প্রচুর এমএলএ আছে। তাই ওদের গায়ে লেগেছে। ওঁ তো ফাঁকতালে বিধায়ক হয়ে গিয়েছে।”