Anandapur Murder: মাংস কাটার ছুরি দিয়ে স্ত্রী-র গলায় এক কোপ, পরে গোয়ালঘরে ঢুকে আর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্বামী

Paschim medinipur: ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার, আনন্দ পুর থানার টুকুরিয়া পাট এলাকার।মৃত স্ত্রী-র নাম কেকা কোলে (৩৮)। অপরদিকে, স্বামী হলেন অশোক কোলে (৪৮)।

Anandapur Murder: মাংস কাটার ছুরি দিয়ে স্ত্রী-র গলায় এক কোপ, পরে গোয়ালঘরে ঢুকে আর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্বামী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 9:50 AM

পশ্চিম মেদিনীপুর: প্রথমে স্ত্রী-কে নৃশংস ভাবে খুন। পরে বাড়ির অদূরে আত্মঘাতী হলেন স্বামী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার, আনন্দ পুর থানার টুকুরিয়া পাট এলাকার।মৃত স্ত্রী-র নাম কেকা কোলে (৩৮)। অপরদিকে, স্বামী হলেন অশোক কোলে (৪৮)। স্থানীয় সূত্রে খবর, অভিযোগ মঙ্গলবার গভীর রাত্রে ছুরি দিয়ে স্ত্রীকে ছুরি দিয়ে কোপ মারেন অশোক। তারপর রক্তাক্ত অবস্থায় এলাকায় লুটিয়ে পড়েন কেকা। এরপর তাঁর মৃত্যুর পর বাড়ির বাইরে শিকল তুলে দেন অশোক। তারপর নিজে বাইরে বেরিয়ে গোয়াল ঘরের দিকে চলে যান। সেখানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী।

ঘটনার খবর জানাজানি হতে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় এলাকাজুড়ে। খবর যায় আনন্দপুর থানায়। সেখানে উপস্থিত হয় পুলিশবাহিনী। এলাকাবাসী জানাচ্ছেন কোলে পরিবারে নিত্যদিন অশান্তি লেগে থাকত, সেই কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের ভাইপো জানান, ‘আমার কাকিমা গলা কাটা অবস্থায় দেখতে পাই। আর কাকুকে প্রথমে দেখতে পাইনি। পরে দেখি গলায় দড়ি দিয়ে পড়ে রয়েছে। একই বাড়িতে ছিল না। গোয়ালঘর থেকে কাকুকে উদ্ধার করেছি আমরা। মাংস কাটার ছুরি দিয়ে কাকিমা কেটেছে বলে মনে করছি। ওদের দুই মেয়ে ও এক ছেলে। বড় বোনের বিয়ে হয়ে গেছে। কেন করেছে বলতে পারব না। গতকাল রাত্রিবেলাও মাংস এনেছে, খাওয়া-দাওয়া করেছে। তারপর কেন এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না।’