Medinipur: এই তুলসি মঞ্চেই আজব রহস্য! আর তা নিয়ে দুই ভাইকে নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন
Medinipur: বিদ্যুৎ জানা ও রাজদূত জানা দুই ভাই। বিদ্যুৎ কর্মসূত্রে বাইরে থাকেন। গ্রামের বাড়িতে থাকেন রাজদূত। বিদ্যুৎ জানার স্ত্রী পূজা জানান, তাঁরা কর্মসূত্রে দিল্লিতে থাকেন, কিছুদিন আগে বাড়ি ফিরে দেখেন বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ জানার ভাই রাজদূত।
পশ্চিম মেদিনীপুর: একটা ‘কমন’ জায়গা। সেই জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। তারই মাঝে হঠাৎ করেই বাড়ির উঠানে মন্দির তৈরি করে তুলসি গাছ লাগিয়ে যাতায়াতের পথ বন্ধ করলেন এক ভাই। অভিযোগ তেমনই। তুলসি মঞ্চ নিয়ে রহস্য দানা বেঁধেছে। কারণ যিনি তুলসি মঞ্চ বানিয়েছেন, তাঁর বক্তব্য, এখানে তো তুলসি গাছ আগে থেকেই ছিল। আরেক ভাইয়ের বক্তব্য, তাঁরা আগে কখনও এখানে তুলসি গাছের চারাও দেখেননি। দুই ভাইয়ের পারিবারিক বিবাদ মেটাতে হিমশিম খাচ্ছে ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের বাড়নবনি গ্রামে।
বিদ্যুৎ জানা ও রাজদূত জানা দুই ভাই। বিদ্যুৎ কর্মসূত্রে বাইরে থাকেন। গ্রামের বাড়িতে থাকেন রাজদূত। বিদ্যুৎ জানার স্ত্রী পূজা জানান, তাঁরা কর্মসূত্রে দিল্লিতে থাকেন, কিছুদিন আগে বাড়ি ফিরে দেখেন বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ জানার ভাই রাজদূত। বাড়িতে না ঢুকতে পেরে চরম সমস্যায় পড়েন তাঁরা।
প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোন কাজ হয়নি বলে দাবি বিদ্যুতের স্ত্রী। প্রশাসনের তরফ থেকে একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও হয়নি সমাধান। পাড়া-প্রতিবেশীরাও অবশ্য বলছেন, ওই রাস্তা দিয়েই বিদ্যুৎ জানা যাতায়াত করতেন। সেই রাস্তার উপরেই তৈরি করা হয়েছে তুলসি মঞ্চ। গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসন পৌঁছেও কোন মীমাংসায় করতে পারেননি।
অভিযুক্ত রাজদূত জানার দাবি, “মিথ্যা অভিযোগ করছে দাদা, যে জায়গায় নতুন তুলসি মঞ্চ বসানো হয়েছে, সেটি আগে থেকেই একটি মন্দির ছিল। সেই দিকে কোন রাস্তায় ছিল না। ঘরের ভিতর দিয়ে যে রাস্তা ছিল, সেই রাস্তা আমিও ব্যবহার করতাম। জোর করে সেই রাস্তা অনেক আগেই বন্ধ করে দিয়েছে দাদা। এখন পুলিশ প্রশাসনকে দিয়ে জোর করে আমার জায়গার ওপর দিয়ে রাস্তা করতে চাইছে।” ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে লিখিত অভিযোগ জানিয়েছেন বিদ্যুৎ।