Medinipur Bike Accident: কুকুর ‘এন্ট্রি’ নিতেই রক্তে ভাসল চন্দ্রকোণা রাজ্য সড়ক, ক্ষত-বিক্ষত ৭ বাইক আরোহী

Medinipur Bike Accident: রাজমিস্ত্রির কাজ করতে দুটি মোটর বাইকের ৭ জন গড়বেতার গুয়াদহ থেকে ঘাটালে যাচ্ছিল। ক্ষীপাই ফাঁড়ির বুড়িরপুকুর এলাকায় রাজ্য সড়কে একটি মোটর বাইকের সামনে চলে আসে একটি কুকুর।

Medinipur Bike Accident: কুকুর 'এন্ট্রি' নিতেই রক্তে ভাসল চন্দ্রকোণা রাজ্য সড়ক, ক্ষত-বিক্ষত ৭ বাইক আরোহী
দুর্ঘটনায় আহত ৭Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 11:09 AM

পশ্চিম মেদিনীপুর: একটা বাইকে চার জন, আরেকটা বাইকে তিন জন। ঝড়ের গতিতে ছুটছিল দুটো বাইক। বাইকদুটির মাঝখানে চলে এসেছিল একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়েই মর্মান্তিক ঘটনা। ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক দুটো। ছিটকে পড়েন সাত জনই। থেঁতলে যায় মুখ, শরীরের এক পাশ কার্যত চিড়ে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের ওপর। মোটর বাইক দুর্ঘটনায় আহত ৬ আশঙ্কাজনক ৩।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর,  রাজমিস্ত্রির কাজ করতে দুটি মোটর বাইকের ৭ জন গড়বেতার গুয়াদহ থেকে ঘাটালে যাচ্ছিল। ক্ষীপাই ফাঁড়ির বুড়িরপুকুর এলাকায় রাজ্য সড়কে একটি মোটর বাইকের সামনে চলে আসে একটি কুকুর। সেটিকে ধাক্কা মারতেই পরপর দুটি মোটর বাইকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

গতিবেগ বেশি থাকার কারণে রাজ্য সড়কের উপরেই উল্টে যায়। মোটর বাইকে থাকা সাত জনই ছিটকে পড়ে রাজ্য সরকারের ওপর। ঘটনায় ৬ জনে গুরুতর আহত হন।  তাঁদের মধ্যে আশঙ্কাজনক তিন জন। তাঁদের মাথায় গুরুতর চোট লেগেছে। কারোর মাথাতেই হেলমেট না থাকায় আঘাত গুরুতর।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তার আগেই অবশ্য স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য শুরু করেন। চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ক্ষীরপাই হাসপাতালে।