Chandrakona News: পাশাপাশি শুয়েছিল স্বামী-স্ত্রী, ঘর থেকে হঠাৎ বিকট আওয়াজ! দরজায় উঁকি দিতেই চোখ কপালে উঠল যুবকের

Ghatal: চন্দ্রকোণার কামারবান্দি গ্রামে মদন টুডু নামে ওই যুবক তাঁর স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করেন বলে মামলা দায়ের হয়।

Chandrakona News: পাশাপাশি শুয়েছিল স্বামী-স্ত্রী, ঘর থেকে হঠাৎ বিকট আওয়াজ! দরজায় উঁকি দিতেই চোখ কপালে উঠল যুবকের
আদালতচত্বরে ভিড়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 11:59 AM

মেদিনীপুর: খাটে শুয়েছিলেন স্ত্রী। পাশেই ছিলেন স্বামীও। স্ত্রীর চোখ লেগে আসে। এরপর হঠাৎই স্বামী তাঁকে কোপাতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। মারাত্মকভাবে রক্তাক্ত হন ওই বধূ। অভিযোগ ওঠে, ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে মারার চেষ্টা করা হয়েছে। বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান। এরপরই দায়ের হয় খুনের চেষ্টার মামলা। প্রায় ছ’ বছর আগের এই ঘটনায় অবশেষে রায়দান করল আদালত। মদন টুডু নামে ওই যুবককে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। মেদিনীপুরের  (Paschim Medinipur) চন্দ্রকোণা (Chandrakona) থানা এলাকার ঘটনা।

২০১৬ সালের ৮ অক্টোবর ঘটনাটি ঘটেছিল। চন্দ্রকোণার কামারবান্দি গ্রামে মদন টুডু নামে ওই যুবক তাঁর স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করেন বলে মামলা দায়ের হয়। সোমবার এই মামলার রায়দান ছিল। পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি শোনাল ঘাটাল মহকুমা আদালত। আদালত সূত্রে খবর, ঘটনার দিন মদনের স্ত্রী বাড়িতে ঘুমোচ্ছিলেন। পাশের ঘরেই ছিলেন মদনের শ্যালক। হঠাৎই বিকট চিৎকার শোনেন দিদির। ছুটে আসেন তিনি।

মদনের শ্যালক এসে দেখেন, দিদি রক্তে ভাসছে। মদনের হাতে রক্তমাখা ছুরি ধরা। এরপরই দিদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আগে। আহত ওই গৃহবধূকে বাঁচাতে পারবেন ভাবতেই পারেননি সেদিন। সূত্রের খবর, এরপর চন্দ্রকোণা হাসপাতালে ভর্তি করা হয় মদনের স্ত্রীকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলে দীর্ঘদিন। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ফিরেই চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত।

দীর্ঘ সওয়াল জবাবের পর সোমবার সাজা ঘোষণা করেন ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয়কুমার শর্মা। পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সাজা ঘোষণার পর মামলাকারীর আইনজীবী জানান, “স্ত্রীর সঙ্গে একই বিছানায় শুয়ে ছিলেন মদন টুডু। হঠাৎ মদন টুডু প্রায় ৮ ইঞ্চি ছুরি নিয়ে স্ত্রীকে আক্রমণ করেন। তাঁকে খুনের চেষ্টা করেন মদন। এই ঘটনার পর বেশ কয়েকবার পালিয়েও গিয়েছিলেন। অবশেষে পুলিশ গ্রেফতার করে তাঁকে। সেই মামলারই সাজা ঘোষণা হল।”

আরও পড়ুন: Contai Municipality: চার দশকে এই প্রথম কাঁথিতে খর্ব ‘অধিকারীর’ অধিকার, এবার চেয়ারম্যান সুবল মান্না

আরও পড়ুন: Extramarital affair: পর পুরুষের সঙ্গে স্ত্রীর উদ্দাম মুহূর্ত দেখে ফেলেছিলেন যুবক, দিতে হল চরম খেসারত…

আরও পড়ুন: Jalpaiguri Snake Recover: বয়স ষাট পেরিয়েছে, এই গরমেও লেপ জড়িয়ে ঘুমোন! অদ্ভূত শব্দ শুনে পড়শিরা ঘরে ঢুকতেই খাটের ওপর যা দেখলেন…