School: মদ খেয়ে স্কুলে এসে খুলে যাচ্ছিল প্যান্ট, সেই ক্লার্ককে এবার শোকজ নোটিস দিল দাসপুরের স্কুল
School: কয়েকদিন আগে স্কুলের গেটে বিক্ষোভও দেখাতে দেখা যায় বেশ কিছু অভিভাবককে। তাঁদের দাবি, ওই শঙ্খ ঘোষ নামে ওই ক্লার্ক রোজ মদ খেয়ে স্কুলে আসেন। সব জানেন প্রধান শিক্ষক। তাও চুপ করে আছেন।
দাসপুর: মদ্যপান করে স্কুলে আসার অভিযোগ উঠেছিল স্কুলের ক্লার্কের বিরুদ্ধে। সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল শিক্ষা মহলের অন্দরে। ঘটনায় দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছিল দাসপুরের রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্র পাত্রকে। এবার সেই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। কয়েকদিন আগে স্কুলের গেটে বিক্ষোভও দেখাতে দেখা যায় বেশ কিছু অভিভাবককে। তাঁদের দাবি, ওই শঙ্খ ঘোষ নামে ওই ক্লার্ক রোজ মদ খেয়ে স্কুলে আসেন। সব জানেন প্রধান শিক্ষক। তাও চুপ করে আছেন।
এক অভিভাবক বলেন, “হেড মাস্টার ঠিক সময়ে স্কুলে আসে না। কোনও সিস্টেম মানে না। এক ক্লার্ক আসে মদ খেয়ে। হেড মাস্টার সব জানার পরেও তা গোপন রেখেছেন। কাউকে জানাননি। সে কারণেই আমরা আন্দোলনে নেমেছি। বারবার বলার পরেও কোনও কাজ হয়নি।”
আর এক অভিভাবক বলেন, “স্কুলের পরিবেশ খুবই খারাপ। পরিষ্কার-পরিচ্ছন্ন নয় স্কুলের ক্যাম্পাস। সাপ বের হচ্ছে। তাতেও কোনও হেলদোল নেই স্কুল কর্তৃপক্ষের। ছাত্র-ছাত্রীরা বাথরুমে যেতে পারছে না। দুর্গন্ধে মাথা ঘুরে যাচ্ছে। সে কারণেই আমরা হেড মাস্টারের পদত্যাগের দাবি করছি।”
যদিও স্কুলের প্রধান শিক্ষক বলছেন, “ক্লার্ককে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। এখন ছুটি চলছে স্কুলে। স্কুল খোলার পর আমরা ওনার উত্তর দেখে আলোচনায় বসব। তারপর বাকি সিদ্ধান্ত হবে। প্রয়োজনে কড়া ব্যবস্থা হবে।”