Seuli Saha: সাংসদ দেবের ভাইকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী, থানায় অভিযোগ শিউলির

Seuli Saha: শিউলি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'অভিযোগ সত্যি হলে উনি এফআইআর করতে পারতেন। সাত বছর পর কেন অভিযোগ সামনে আনছেন?'

Seuli Saha: সাংসদ দেবের ভাইকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী, থানায় অভিযোগ শিউলির
দেবের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ শিউলির
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 8:35 PM

ঘাটাল : দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। কাটমানি নেওয়ার অভিযোগ তুলে কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব-এর তুতো ভাই বিক্রম অধিকারী। সরকারি প্রকল্পের জন্য কাটমানি দিতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সাংসদের আত্মীয়ের এমন অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপিও। প্রশ্ন উঠেছে, খোদ সাংসদের ভাইকে যদি কাটমানি দিতে হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা? এবার সেই বিক্রম অধিকারীর বিরুদ্ধেই দায়ের হল অভিযোগ।

দুদিন আগেই দেবের ভাই বিক্রম অধিকারী সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানিয়েছিলেন। তিনি দাবি করেন, ২০১৬ সালে আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য তাঁকে স্থানীয় তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়েছিল। এই ইস্যুতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

শিউলি সাহার অভিযোগ, তিনি খোঁজ নিয়ে দেখেছেন ২০১৬ সালের পরে তিনটি ধাপে আবাস যোজনার সমস্ত টাকা পেয়েছেন বিক্রম অধিকারী। তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকা। দলের নাম ও সাংসদের নাম ব্যবহার করে তিনি মিথ্যা অভিযোগ করেছেন বলেও দাবি শিউলির। সে কারণেই তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে থানায়। বিক্রমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন শিউলি।

শিউলি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগ সত্যি হলে উনি এফআইআর করতে পারতেন। সাত বছর পর কেন অভিযোগ সামনে আনছেন?’ এর পিছনে অন্য কোনও পরিকল্পনা আছে, কারও মদত আছে বলে মনে করছেন তিনি।

বিক্রমের অভিযোগ, এই বিষয়ে তিনি এক মন্ত্রী, এমনকী প্রশাসনিক আধিকারিকদেরও জানিয়েছিলেন। তবে তারপরও কোনও সুরাহা হয়নি। একবার আবাস যোজনার তালিকায় নাম থাকার ফলে পরবর্তীকালে আর ঘরও নাকি পাননি তিনি। তাই এখনও ভগ্নপ্রায় জরাজীর্ণ বাড়িতেই পরিবারকে নিয়ে দিন যাপন করতে হচ্ছে বিক্রম অধিকারীকে।