Medinipur Medical College Hospital: ছাত্র আন্দোলনের জের, আপাতত মেডিক্যালে ঢুকতে পারবেন না ছাত্রনেতা
Medinipur Medical College Hospital: আরজি করকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, কর্মবিরতি তুলে নিতে তাঁদের উপর নানাভাবে চাপ দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বারবার মুস্তাফিজুর রহমান নামে এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
মেদিনীপুর: সকাল থেকে ছাত্র আন্দোলনের জের। ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের হাসপাতাল ও কলেজ চত্বরে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের তরফে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলোও খতিয়ে দেখার লিখিত আশ্বাস দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে।
আরজি করকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, কর্মবিরতি তুলে নিতে তাঁদের উপর নানাভাবে চাপ দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বারবার মুস্তাফিজুর রহমান নামে এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমি নন্দীর ঘরের সামনে, বারান্দায় অবস্থান বিক্ষোভে বসেন। এরপরই বিকালে তাঁদের কাছে খবর আসে, মুস্তাফিজুরের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ।
আন্দোলনকারীরা জানান, কলেজ কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে। তবে অনেক দাবি এখনও বাকি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে একটা তদন্ত কমিটি তারা গঠন করবে। কলেজ কাউন্সিল কমিটিতে যারা রয়েছে তারা নিজেরাই পুরোটা দেখবে। আমাদের কাছে যা চেয়েছে লিখিতভাবে দেওয়া হবে।
অধ্যক্ষের বক্তব্য, ছাত্ররা একাধিক দাবি তুলেছিল। সেগুলো দেখা হয়েছে। তবে একাধিকবার প্রশ্ন করা হলেও মুস্তাফিজুর নিয়ে কোনও মন্তব্য এড়িয়ে গিয়েছেন।
তবে হাসপাতালের শিশুবিভাগের প্রধান তারাপদ ঘোষ বলেন, “ওরা বলেছে ভয় দেখানো হয়েছে। আমরা বলেছি, লিখিত অভিযোগ দিতে। কলেজ কাউন্সিল আবারও বসবে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ডাকা হবে। তদন্ত করে দেখে পদক্ষেপ করা হবে। মুস্তাফিজুরের বিরুদ্ধে অভিযোগ বেশি। ওকে সাময়িকভাবে বলা হয়েছে তুমি এখন তাহলে এসো না। আমরা চাই সুষ্ঠুভাবে সবটা হোক।”