ভোট সরগরমে ফের সক্রিয় সুশান্ত, জায়গা পেলেন জেলা সম্পাদকমণ্ডলীতে

২০১৮ সালে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পদ থেকে নাম বাদ গিয়েছিল সুশান্তর। তখন অবশ্য কারণ হিসাবে উঠে এসেছিল তাঁর বিধানসভায় ঢুকতে না পারার প্রসঙ্গ।

ভোট সরগরমে ফের সক্রিয় সুশান্ত, জায়গা পেলেন জেলা সম্পাদকমণ্ডলীতে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 21, 2021 | 11:26 PM

গড়বেতা: এক কালে গড়বেতায় দাপটের সঙ্গে লাল ঝাণ্ডা নিয়ে রাজনীতি করেছেন সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। দিন কয়েক হল ফের লাল ঝাণ্ডা নিয়ে গড়বেতায় জনসংযোগ বাড়ানোর কাজ করছেন বাম নেতা। এবার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হলেন তিনি। আদালতের নির্দেশে ২০১১ সালের পর থেকে বিধানসভা এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল তাঁর। কিন্তু আদালতের রায়েই পয়লা ডিসেম্বর গড়বেতায় পা রেখেছেন দাপুটে এই বাম নেতা।

ডিসেম্বর মাসের শুরুতেই সমাবেশ করে উদযাপিত হয়েছিল সুশান্তর ‘ঘরওয়াপসি।’ রাজ্যস্তরের একাধিক বাম নেতা ছিলেন সুশান্তর মঞ্চে। তারপর ব্যক্তিগত উদ্যোগে জনসংযোগ বাড়ানোর কাজ চালিয়েছেন তিনি। পুরোনো কর্মীদের বাড়ি বাড়িও গিয়েছেন সিপিআইএম নেতা। এবার সেই সুশান্তর জেলা সম্পাদকমণ্ডলীতে ফেরত আসায় গড়বেতায় বাড়তি উদ্যোম পাবেন বাম কর্মীরা। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন: নেতাজির জন্মদিনেই রাজ্যে ‘আনলক’ হবে সব গ্রন্থাগার

আগেই নিজের এলাকায় ফিরেছেন ছত্রধর। শুভেন্দু অধিকারী বিরুদ্ধে একাধিক কথাও শোনা গিয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার ছাত্রধর, শুভেন্দুর সঙ্গে গড়বেতায় রয়েছেন সুশান্তও। সম্প্রতি দেখা গিয়েছে, বারবার বাম নীচু তলার কর্মীদের ভোট নিজেদের দিকে টানতে উদ্যোগী হয়েছে দুই ফুলের শিবিরই। সুশান্তর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়ার বামেদের সংগঠন আরও মজবুত হবে, এমনও মত বিশেষজ্ঞ মহলের একাংশের। প্রসঙ্গত ২০১৮ সালে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পদ থেকে নাম বাদ গিয়েছিল সুশান্তর। তখন অবশ্য কারণ হিসাবে উঠে এসেছিল তাঁর বিধানসভায় ঢুকতে না পারার প্রসঙ্গ।