‘আমাকে স্বাগত জানিয়েছে,’ তৃণমূলকে ধন্যবাদ শুভেন্দুর!

Suvendu Adhikari: "ভোটের সময় রাজনীতি করবেন। মানুষের বন্ধু হয়ে কাজ করুন। যাই হোক, আমার বন্ধুরা নিজেরা আসতে পারেননি।''

'আমাকে স্বাগত জানিয়েছে,' তৃণমূলকে ধন্যবাদ শুভেন্দুর!
ফের তৃণমূলকে তোপ শুভেন্দুর, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 6:41 PM

খড়গপুর: নিজের গড়েই বারবার তাঁকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন সভায় যাওয়া-আসার পথে বাধা পাচ্ছেন। অবরোধ করছে ঘাসফুল শিবির। মঙ্গলবার অবশ্য অন্য ছবি দেখা গেল বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ডেবরার সভায়। এদিন কোনও গন্ডগোল হয়নি। তবে বিরোধী নেতার সভামঞ্চে যাওয়ার আগে রাস্তার দু’পাশে চোখে পড়ল শুধুই তৃণমূলের পতাকা। সারা রাস্তায় গেরুয়া পতাকার নামগন্ধ নেই। যা নিয়ে ‘পুরনো বন্ধুদের’ উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী।

বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার জোতনারায়ণে একটি রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে তাঁর কয়েক মিনিটের বক্তব্য অবধারিত ভাবে উঠে এল তৃণমূল প্রসঙ্গ। শুভেন্দুর কথায়, ”আমার পুরনো রাজনৈতিক বন্ধুদের বলব রাজনীতির উর্ধ্বে উঠুন। ভোটের সময় রাজনীতি করুন, তার পর মানুষের কথা ভাবুন।” হঠাৎ কেন এমন মন্তব্য করলেন নন্দীগ্রামের বিধায়ক?

গেরুয়া শিবিরের কটাক্ষ, এদিন শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বিজেপি যত না ব্যস্ত ছিল, তার চেয়ে বেশি সক্রিয় তৃণমূল। ডেবরা বিজেপির পক্ষ থেকে কোনও গেরুয়া পতাকা টাঙানো না হলেও, তৃণমূল রাস্তার দু’দিকে প্রচুর পতাকা বেঁধেছে। আর তা নিয়েই বিঁধলেন শুভেন্দু।

স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে শুভেন্দুর বার্তা, “আমি এখানে আমার পুরনো দলের বন্ধুদের বলব, রাজনীতির উর্ধ্বে উঠতে হবে। গোটা রাস্তা আমি এসেছি, কোথাও একটা বিজেপির পতাকা কেউ টাঙায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পতাকা টাঙিয়েছে। তারা রাজনীতির উপরে এখনও উঠতে পারেনি।” তিনি আরও যোগ করেন “ভোটের সময় রাজনীতি করবেন। মানুষের বন্ধু হয়ে কাজ করুন। যাই হোক, আমার বন্ধুরা নিজেরা আসতে পারেননি। আমার কাছ থেকে অনেক ভাবে উপকৃত এঁরা। তাঁরা আজ আমাকে পতাকা টাঙিয়ে স্বাগত জানিয়েছে। তার জন্য ধন্যবাদ। সবাই খুব ভাল থাকবেন।”

উল্লেখ্য, তৃণমূলে থাকাকালীন দক্ষিণবঙ্গের একাধিক জেলার পর্যবেক্ষকের পথ সামলেছেল শুভেন্দু। বারবার ছুটে গিয়েছেল জঙ্গলমহল এলাকাগুলিতে। তিনি বিভিন্ন সময়ে দাবি করেছেন, জঙ্গলমহল হোক বা কংগ্রেস গড় মুর্শিদাবাদ, ঘাসফুলের উত্থানের নেপথ্যে অন্যতম কারিগর তিনিই।

এর আগে তমলুক, পাঁশকুড়া বিভিন্ন জায়গায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু। দিন কয়েক আআগে দলীয় মিটিং করতে গিয়ে তমলুক পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। তমলুক-মেছেদা রাজ্য সড়কের উপর দলীয় পতাকা হাতে নিয়ে লাউড স্পিকার বাজিয়ে শুভেন্দুর পথ আটকানোর চেষ্টা করেন তৃনমূল কর্মী ও সমর্থকদের। প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী এবং RAF। যদিও তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিক্ষোভের মুখে গাড়িতেই শক্তমুখে বসে থাকতে দেখা যায় শুভেন্দুকে।

এদিকে এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী সবাইকে বিনামূল্যে করোনা টিকা দিচ্ছেন। আর এরা সেই ভ্যাকসিন দেওয়ার জন্য কুপন বিক্রি করছে।” আরও পড়ুন: ‘অশান্তি’ নিকেতন: বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ উপাচার্য, বিদুৎবাবুর সামনেই শ্লীলতাহানির অভিযোগ ২ ছাত্রীর!