DA Agitation : ধর্মঘটে শিক্ষকরা; ফাঁকা স্কুলে ঝুলল তালা, গেট থেকে ফিরে গেল পড়ুয়ার দল

DA Agitation : ধর্মঘটে সামিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খাসবাড় হাইস্কুলের শিক্ষকরা। তাই স্কুল এদিন সারাদিনই থাকল তালা বন্ধ।

DA Agitation : ধর্মঘটে শিক্ষকরা; ফাঁকা স্কুলে ঝুলল তালা, গেট থেকে ফিরে গেল পড়ুয়ার দল
স্কুলের গেটে ঝুলল তালা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 10:36 PM

ঘাটাল : ডিএ-র দাবিতে শুক্রবার ধর্মঘটের (Strike on demand of DA) ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। যা নিয়ে দিনভর উত্তপ্ত রইল বাংলার রাজনৈতিক মহলে। এদিকে ধর্মঘট আটকাতে আগেই থেকেই প্রস্তুতিও নিয়ে রেখেছিল সরকার। যদি কোনও সরকারি কর্মচারী যথাযথ কারণ ছাড়া এদিন ছুটি নেন তাহলে তা ব্রেক ইন সার্ভিস হিসাবে গণ্য হবে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফে। কিন্তু, তারপরেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। একাধিক জায়গায় দিনভর অচল হয়ে যায় সরকারি দফতর। অচল হল স্কুলও। এই ছবিই এদিন দেখা গেল ঘাটালেও (Ghatal)। 

ধর্মঘটে সামিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খাসবাড় হাইস্কুলের শিক্ষকরা। তাই স্কুল এদিন সারাদিনই থাকল তালা বন্ধ। এদিকে পড়ুয়াদের অনেকের কাছেই বার্তা গিয়েছে আজ স্কুলের ছুটি। তবে কেউ কেউ আবার স্কুলে চলেও আসেন। কিন্তু, স্কুলে ঢুকতে না পেরে বাড়ি চলে যায়। স্কুলের ১৪ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে প্রধান শিক্ষক, কম্পিউটার শিক্ষক সহ আর এক কর্মী ছাড়া অন্যান্য শিক্ষকরা স্কুলে এসে স্কুল চত্বরে কিছুক্ষণ থেকে চলে যান বলে খবর। স্কুলের প্রধান শিক্ষক শান্তিনাথ দলুই জানান, আজ ধর্মঘটের সমর্থনে ডিউটি করছেন না অন্যান্য শিক্ষকরা। তাই তিনি আর দুই সহকর্মী ছাড়া আজ স্কুলে কেউ নেই। সে কারণেই স্কুলের গেট বন্ধ। তিনি বলেন, “স্কুল খোলা আছে। আমরা আছি। অন্যান্য শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছে। কিছু পড়ুয়া এসে বাড়ি চলে গিয়েছে।” 

এমনই ছবি ঘাটাল ও দাসপুরের বেশ কয়েকটি স্কুলে। খাসবার হাই স্কুল দশম শ্রেণীর ছাত্রী তনুশ্রী মণ্ডল বলে, “ক্লাস তো আজ হয়নি। কিন্তু, কেন হয়নি আমরা জানি না। স্কুলে গিয়েছিলাম। কিন্তু, খানিক পড়েই ছুটি হয়ে যায়।”