School Reopening: জাতীয় সঙ্গীত ভুলতে বসেছে পড়ুয়ারা, নির্দেশিকা ছাড়াই প্রাথমিক স্কুল খুলে দিলেন শিক্ষকেরা
School Reopening: বৃহস্পতিবার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলা হয়েছে স্কুল। দফায় দফায় বন্ধের পর ফের খুলেছে স্কুল।
পশ্চিম মেদিনীপুর : নির্দেশিকা নেই। তবু খুলে দেওয়া হল প্রাথমিক বিদ্যালয়। ছাত্র-ছাত্রীরা ভুলেছে স্কুলের নাম, ভুলেছে জাতীয় সঙ্গীত। তাই হাইস্কুলের পাশাপাশি করোনা বিধিকে মান্যতা দিয়ে খুলে গিয়েছে প্রাথমিক বিদ্যালয়। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কালাকড়িঘাট প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্কুলে আসার কথা। আর চন্দ্রকোনার প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারেই উল্টো। বৃহস্পতিবা সকালে সেই স্কুলের পড়ুয়ারা একে একে হাজির হল স্কুলে। উন্মুক্ত জায়গাকেই পড়ানোর জন্য বেছে নিলেন শিক্ষকেরা। চার শিক্ষক মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকেরাও উৎসাহী বলে জানিয়েছেন তাঁরা।
দীর্ঘদিন ধরে করোনা আর লকডাউনের জেরে বন্ধ স্কুল। দীর্ঘ দুই বছর ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়গুলি, প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েরা লেখাপড়া বইয়ের কবিতা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, এমনকি স্কুলের নাম ভুলতে বসেছে ।
আর সেই সমস্ত স্কুল পড়ুয়াদের কথা ভেবে জেলা স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে হাই স্কুলের পাশাপাশি করোনা বিধিকে মান্যতা দিয়ে ইতিমধ্যে খুলে গিয়েছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ম মেনে খোলা মাঠে প্রতিনিয়ত পড়াশোনার করাচ্ছে শিক্ষকেরা।
এ দিন কালাকড়িঘাট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসা করা হলে দেখা যায়, তাঁদের অধিকাংশ ছাত্রছাত্রীই ভুলে গিয়েছে স্কুলে জাতীয় সঙ্গীত, এমনকি স্কুলের নাম, কবিতাও মনে করতে পারছে না তারা। শিক্ষকেরা জানান, অভিভাবকদের সঙ্গে তাঁরা কথা বলে দেখেছেন, প্রত্যেকেই সন্তানদের স্কুলে পাঠানে উৎসাহী।
আরও পড়ুন : Adhir Chaudhury on jobs: ছাত্রদের ওপর অন্যায়ভাবে লাঠি চার্জ হয়েছে, চাকরি প্রার্থীদের জন্য সরব অধীর
দেখুন বাঙালিয়ানা:
** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী
** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার