Ghatal: আবাস যোজনার বাড়ি ভেঙে দিল পুরসভা
Ghatal: ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার জানা বলেন, "স্কুলের অফিস রুমের পাশেই তুহিন মালস নামে এক ব্যক্তি বাড়ি তৈরি করেছিলেন।
ঘাটাল: স্কুলের সীমানায় তৈরি হচ্ছিল বেআইনি বাড়ি। যা আবার আবাস যোজনায় প্রাপ্ত। সেই বাড়িটিই ভেঙে গুড়িয়ে দিল পৌরসভা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পৌরসভা এলাকার ঘটনা। খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের পিছনে নির্মিয়মাণ একটি বাড়ি উঠছিল। সেই বাড়িটিই গুড়িয়ে দেয় পুরসভা।
ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার জানা বলেন, “স্কুলের অফিস রুমের পাশেই তুহিন মালস নামে এক ব্যক্তি বাড়ি তৈরি করেছিলেন। নিয়ম অনুযায়ী জায়গা না ছেড়ে স্কুকের জায়গা দখল করে বাড়ি শুরু হয় বলে জানতে পেরেছি। বহুবার এ বিষয়ে তাঁকে অবগত করা হলেও বিষয়টি এড়িয়ে যান ওই ব্যক্তি। স্কুল কর্তৃপক্ষর তরফে এ বিষয়ে খড়ার পৌরসভায় ও ঘাটাল থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এমনকী মহকুমাশাসক দফতরেও জানানো হয় অভিযোগ । অবশেষে মহকুমাশাসকের হস্তক্ষেপ শুরু হয় ওই বাড়ি ভাঙার কাজ।”
কিন্তু মালস পরিবারের সদস্য প্রদীপ মালস জানান, “এই বাড়ি অবৈধভাবে নির্মাণ হয়নি। বাড়িটি আবাস যোজনায় পাওয়া। পৌরসভা বাড়ি তৈরি করার অনুমতি দেওয়ার পরই বাড়ি তৈরী শুরু হয়।” এর পাশাপাশি তিনি অভিযোগ করেন। বলেন, “পৌরসভার তরফে ভাঙার কথা বলা হয়নি। এর বিরুদ্ধে আমি আদালতের দ্বারস্থ হব।”
এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই বলেন, “আবাস যোজনা বাড়ি হলেও বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। স্কুল কর্তৃপক্ষ মহকুমাশাসককে জানালে এবং আমরা যাচাই করি এবং মহকুমা শাসকের নির্দেশে তা ভেঙে দেওয়া হচ্ছে।” স্কুল কমিটির সভাপতি ও ওই ওয়ার্ডের কাউন্সিলর অদ্যুৎ মণ্ডল বলেন, “স্কুলের তরফে বিষয়টা জানানো হয়েছিল। পৌরসভার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই বাড়ি তৈরি করছিলেন। আজ তা ভাঙার কাজ শুরু হল।”