100 days working: বকেয়া ১০০ দিনের কাজের টাকা পেতে রাজ্যকে কী করতে হবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
Pankaj Choudhary: গতকাল (রবিবার) পশ্চিম মেদিনীপুরেরে ঘাটালের গোবিন্দপুরে অনাদি বিশ্বাস নামে দলীয় এক বর্ষীয়ান সদস্যের শারীরিক অবস্থা খোঁজ নিতে যান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
ঘাটাল (পশ্চিম মেদিনীপুর): বন্ধ রয়েছে কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা।এই নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহর সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে এসেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে এখনও মেলেনি বকেয়া অর্থ। যা নিয়ে সরব হয়েছে এ রাজ্যের শাসকদল। এরপর রবিবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানালেন ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে গেলে রাজ্যকে ঠিক কী করতে হবে।
গতকাল (রবিবার) পশ্চিম মেদিনীপুরেরে ঘাটালের গোবিন্দপুরে অনাদি বিশ্বাস নামে দলীয় এক বর্ষীয়ান সদস্যের শারীরিক অবস্থা খোঁজ নিতে যান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সেখানে সাংবাদিকদের ১০০ দিনের কাজের বকেয়া সংক্রান্ত টাকা ইস্যু নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার অডিট রিপোর্ট দিলেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়ে দেবে কেন্দ্র। ১০০ দিনের কাজের ক্ষেত্রে বাংলার সঙ্গে অন্য রাজ্যের কোনও বিভেদ নেই বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। বেঙ্গল সরকার অডিট রিপোর্ট দিলেই মিলবে ১০০ দিনের কাজের টাকা। জানালেন পঙ্কজ চৌধুরী।
উল্লেখ্য, ১০০ দিনের কাজ নিয়ে সম্প্রতি রাজ্য যে রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছিল, তাতে ১৫টি জেলার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্র। এই আবহে বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। প্রসঙ্গত, রাজ্যের অভিযোগ গত বছর থেকেই ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। ১০ মাসে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে এই প্রকল্পে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ঠিকমতো কাজ না হলে রাজ্যকে টাকা দেওয়া হবে না। এমনকী ১৫টি জেলা নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, বীরভূম এবং দুই দিনাজপুরনতুন করে অ্যাকশন টেকন রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।