‘দিদি প্রধানমন্ত্রী হলে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হবে’, কেন্দ্রকে তীব্র আক্রমণে দেব
Dev: "কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ নিয়ে ভাববে না, শুধু সোনার বাংলা গড়বে গড়বে করবে আর পালিয়ে যাবে। তাই আমরা যেখানেই যা খুশি মাস্টার প্ল্যান নিয়ে বলিনা কেন কেন্দ্রীয় সরকার যা মনে করবে, তাই করবে। তাই দ্রুত দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে।''

ঘাটাল: মাস তিনেক আগে করোনা রোগীদের বাড়িবাড়ি খাবার পৌঁছনোর উদ্যোগ শুরু করতে ঘাটালে এসেছিলেন তারকা-সাংসদ দেব (Dev)। সেবার ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সাংসদকে কটাক্ষ করে বিরোধীদের পোস্টার দেখা গিয়েছিল। তবে সেবার কোনও পাল্টা আক্রমণের পথে যাননি দেব। বলেছিলেন, করোনা পরিস্থিতির মধ্যে একে ওকে দোষ না দিয়ে সবাইকে পাশে দাঁড়াতে হবে। তবে বুধবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ না হওয়া নিয়ে কেন্দ্রকে দুষে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার সুর চড়ালেন অভিনেতা-সাংসদ।
বুধবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিরোধীরা যতই বলুক আমরা সোনার বাংলা গড়ব, ভোটের পর তাঁদের কারও পাত্তা পাওয়া যাচ্ছে না।” তিনি আরও যোগ করেন, “কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ নিয়ে ভাববে না, শুধু সোনার বাংলা গড়বে গড়বে করবে আর পালিয়ে যাবে। তাই আমরা যেখানেই যা খুশি মাস্টার প্ল্যান নিয়ে বলিনা কেন কেন্দ্রীয় সরকার যা মনে করবে, তাই করবে। তাই দ্রুত দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে।”
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিদর্শন করেন অভিনেতা-সাংসদ। এদিন দুপুর নাগাদ ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে আসেন। সেখানে বন্যায় মৃত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। তারপর নৌকোয় করে ঘাটাল অজবনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও প্রমুখ।
এদিকে দিল্লিতে যখন মোদীবিরোধী মুখ হিসাবে মমতাকে তুলে ধরা হচ্ছে, সোশ্যাল মিডিয়া মমতাকে প্রধানমন্ত্রীর করার ‘ট্রেন্ড’ হচ্ছে সেই জায়গায় দেবের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।
এদিকে দেবের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “সমস্ত কিছুই ভাঁওতা। যা করবেন মোদীই করবেন। রাজ্যের সঙ্গেই আছে কেন্দ্র। সহযোগিতার হাত বাড়াতে কেন্দ্র প্রস্তুত রয়েছে।” পাশাপাশি রাজ্য বিজেজি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের প্রশ্ন, “ঘাটাল মাস্টার প্লান কেন এতদিনে হল না? কতদিনে বাংলার মানুষ জলে থাকবেন? কলকাতায় বসে দেব এতদিন কী করছেন?” আরও পড়ুন: ফের বললেন ‘ম্যান-মেড বন্যা’, হাঁটু জলে দাঁড়িয়ে দুর্গতদের আশ্বাস মুখ্যমন্ত্রীর





