Death in Diarrhea: ঘরে ঘরে ডায়রিয়া, ২ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়াল দাঁতনে

Death in Diarrhea: ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুন্দা গ্রামের স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গ্রামে বসানো হয়েছে মেডিক্যাল ক্যাম্প।

Death in Diarrhea: ঘরে ঘরে ডায়রিয়া, ২ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়াল দাঁতনে
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 9:37 AM

পশ্চিম মেদিনীপুর : আচমকা অসুস্থ গ্রামের বহু মানুষ। রাতারাতি বেশ কয়েকজন গ্রামবাসীকে ভর্তি করানো হল হাসপাতালে। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ২ জনের মৃত্যু হয়েছে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। হাসপাতালে ভর্তি অন্তত ৪০ জন। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে মেডিক্যাল টিম। মেডিক্যাল ক্যাম্প করে পরিস্থিতিক ওপর নজর রাখা হচ্ছে। মূলত জল থেকেই সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে। চিকিৎসকদের দালি, এলাকার বাসিন্দারা পুকুরের জল খেতেন। তার থেকেই বিষক্রিয়া হয়েছে।

দাঁতন দুই ব্লকের পুরুন্দা গ্রামের ঘটনা। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের ভর্তি করা হয়েছে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে। শুক্রবার এলাকায় বসানো হয় মেডিক্যাল ক্যাম্প। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে দাঁতন ২ ব্লকের পুরুন্দা এলাকায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন একাধিক গ্রামবাসী। পায়খানা ও বমি সহ একাধিক উপসর্গ রয়েছে তাঁদের।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুন্দা গ্রামের স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গ্রামে বসানো হয়েছে মেডিক্যাল ক্যাম্প। স্থানীয়দের দাবি, ওই এলাকায় গত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন পরিবারের সদস্যরা ডায়েরিয়ায় আক্রান্ত হন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের খড়গপুর, মেদিনীপুর ও এগরায় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন ও স্থানীয়দের দাবি ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের।

স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁরা টিউবওয়েলের জল খান। সেই জলে কী মিশে গিয়েছিল, তা তাঁদের জানা নেই। রাতারাতিই অসুস্থ হয়ে পড়েন অনেকে।