TMC Worker Murder: বাড়ি থেকে গলা কাটা দেহ উদ্ধার তৃণমূল কর্মীর, CID তদন্তের দাবিতে বিক্ষোভ
TMC Worker Murder: চন্দ্রকোনা খুন তৃণমূল কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ কুকুর নিয়ে এসে চলে তল্লাশি।
চন্দ্রকোনা : নিজের বাড়ি থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার তৃণমূল (Trinamool Congress) কর্মীর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামের। এদিন সকালে পেশায় কৃষক বটকৃষ্ণ পালের (৫৫) রক্তাক্ত গলা কাটা মৃতদেহ (Murder) উদ্ধার হয় তাঁরই বাড়ি থেকে। কে বা কারা তাঁকে খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, বটকৃষ্ণের একটি নতুন পাকা বাড়ি রয়েছে ওই এলাকায়। পুরানো মাটির বাড়ির থেকে কিছুটা দূরে সেই পাকার বাড়িতেই রাতে একাই থাকতো সে। আজ সেখান থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
ঘটনার তদন্ত শুরু করে চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ কুকুর নিয়ে এসে চলে তল্লাশি। ঘটনাস্থলে আসেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া। কথা বলেন মৃত তৃণমূল কর্মী বটকৃষ্ণ পালের ছেলে গোবিন্দ প্রসাদ পাল ও এলাকাবাসীর সঙ্গে। বিধায়ক জানান, “দেখে যা মনে হয়েছে নৃশংস খুন। যেই করে থাকুক দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশকে বলেছি।” তবে রাজনৈতিক কারণে খুন কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। যদিও ঘটনায় সিপিএমের হাত থাকতে পারে বলে সন্দেহ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি।
তাঁর কথায়, “যে মারা গেছে সে আমাদের সক্রিয় কর্মী, কিন্তু কয়েকদিন আগে সিপিএম কর্মীদের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল।” কিন্তু, এই ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বললেনি। তবে রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি অজিত মাইতির।
এদিকে এরইমধ্যে পুলিশ দেহ তুলে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। সিআইডি তদন্তের দাবি জানান মৃতের ছেলে বটকৃষ্ণ পাল। সিআইডি তদন্তের দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত মৃতদেহ তুলতে দেওয়া হবে না বলে সাফ জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই বাড়তে থাকে চাপানউতর। অবশেষে দেহ উদ্ধারের পর প্রায় ৮ ঘণ্টা পরে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ।
ঘটনায় অজিত মাইতি বামেদের দিকে আঙুল তুললেও এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সিপিএমের ক্ষীরপাই এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ রায় বলেন, “একজনের মৃত্যু হয়েছে শুনেছি। আমরা চাই পুলিশ ঘটনার সঠিক তদন্ত করুক। তৃণমূলের কালচার সমস্ত কিছুতেই রাজনীতি জড়িয়ে দেওয়া।”