মোদীর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে ‘হামলা’
বিজেপি কর্মীরা কেশপুর থেকে ধর্মা হয়ে হলদিয়ার পথে যাচ্ছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।
পশ্চিম মেদিনীপুর: হলদিয়াতে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ। বাঁশ, লাঠি নিয়ে হামলা। গাড়িতে ভাঙচুরের অভিযোগ। তির তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা মেদিনীপুর (West Midnapore) শহরে।
আজ বাংলায় পা রাখছেন নরেন্দ্র মোদী। হলদিয়াতে সভা করবেন তিনি। খুবই স্বাভাবিকভাবে তাঁর সভা ঘিরে কর্মী সমর্থকদদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা হলদিয়াতে যাচ্ছেন। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছেন তাঁরা। মেদিনীপুর শহর থেকে একটি বাসে হলদিয়াতে যাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, মেদিনীপুর শহরের পাশেই ধর্মার কাছে বিজেপি কর্মীদের বেশ কয়েকটি গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃীতার।
আরও পড়ুন: মোদীর সভার আগে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর ‘হামলা’, নন্দকুমারে ছিঁড়ল ফ্লেক্স
এই গাড়িগুলির বিজেপি কর্মীরা কেশপুর থেকে ধর্মা হয়ে হলদিয়ার পথে যাচ্ছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলেও অভিযোগ।