Women Missing: নাতিকে নিয়ে বউমা পালাল দরজা দিয়ে! পরকীয়া?

Daspur: গত ১ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই মহিলাকে।

Women Missing: নাতিকে নিয়ে বউমা পালাল দরজা দিয়ে! পরকীয়া?
দাসপুরে উধাও মহিলা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 9:17 PM

পশ্চিম মেদিনীপুর: সন্তান সমেত উধাও বাড়ির গৃহবধূ। কোথায় গিয়েছেন, কেন গিয়েছেন কোনও কিছুই জানতে পারা যায়নি। এদিকে বৌমা ও নাতিকে না পেয়ে পুলিশের দ্বারস্থ শ্বশুর আর শাশুড়ি। কিন্তু কোথায় গেলেন তাঁরা? পরকীয়া নাকি অন্য কিছু?

এবার বালিকাণ্ডের ছায়া পশ্চিম মেদিনীপুরে। সেখানকার বাসিন্দা পূজা ম্যেটা সেনাপতি। স্বামী নিশিকান্ত সেনাপতি। প্রায় দশ বছর তাঁদের বিয়ে হয়। দম্পতির নয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কাজের সুবাদে নিশিকান্তবাবু ভিন রাজ্যে থাকতেন। এবার গত ১ তারিখ বাড়িতে কাজ সেরে শ্বশুর ফেরত এসে বারংবার বৌমাকে ডাকলেও মেলেনি সাড়া। এমনকী নাতির কোনও আওয়াজ না পেয়ে সন্দেহ তাঁর। পরক্ষণে গোটা ঘরময় তন্ন-তন্ন করে খুঁজে ফেললেও খোঁজ মেলেনি তাঁদের। এরপর জানানো হয় স্বামীকে। পরে ওই গৃহবধূর পরিবার গিয়ে দাসপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এই বিষয়ে অবশ্য শ্বশুর-শাশুড়ি মনে করছেন বাড়িতে যতক্ষণ থাকতেন ওই মহিলা ততক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। তাই তাঁদের সন্দেহ হয়ত কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন পুজা। আর তারই ফলস্বরূপ বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন কোলের ছেলেকে নিয়ে। শুধু পরিবার নয়, ভরা সংসারে সন্তান সহ বৌ এর উধাও হওয়ার ঘটনায় পরকীয়ার আঁচ পেয়েছেন প্রতিবেশীরাও।

সোমবার শ্বশুর মোহন সেনাপতি জানান, “১লা জানুয়ারি একশো দিনের কাজ সেরে বাারিতে এসে দেখি বাড়ি ফাঁকা। বৌমার কাছে খাবার চাইলে কারোর শব্দ পাইনি। পরে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন ও বৌমার গয়লাখালি গ্রামের বাপের বাড়িতেও খোঁজ চালানো হয়। কিন্তু কোনও পাত্তা নেই।” শাশুড়ী শঙ্করী সেনাপতি জানান, “ছেলে নিশিকান্ত ভিনরাজ্যে সোনার কাজ করে। সেখানেও যাওয়ার কথা নয়। পাশাপাশি ছেলের সঙ্গে বা তাঁদের সঙ্গে কোনও ধরনের ঝগড়াঝাটিও হয়নি যে বৌমা রাগ করে চলে যাবেন। তবে পূজা কাজের ফাঁকে বা গভীর রাত পর্যন্ত তার ফোন নিয়ে ব্যস্ত থাকত। এই নিয়ে স্বামীর সঙ্গে বারবার কথা-কাটাকাটি এর আগে হয়েছে।” স্বভাবতই পরিবারের প্রাথমিক ধারণা বৌমা পুজার সঙ্গে ওই ফোনের মাধ্যমেই কারোর সম্পর্ক স্থাপন হয় আর তার জেরে সন্তানকে নিয়েই সে পালিয়েছে।

আরও পড়ুন: Asansol Municipal Election: সব কেন্দ্রে মনোনয়নই জমা দিতে পারল না বাম ও কংগ্রেস, ‘কাঠগড়ায়’ তৃণমূলের ‘শাসানি’

আরও পড়ুন: Omicron Variant: করোনার তৃতীয় ঢেউ? কলকাতা, দিল্লি, মুম্বইয়ের পরিস্থিতিতে উদ্বিগ্ন কোভিড টাস্ক ফোর্সের প্রধান