শুভেন্দুর সভায় আসার আগে বিজেপি কর্মীদের ট্রেকারে ‘হামলা’
তৃণমূল পাল্টা এই ঘটনার জন্য বিজেপির অন্দরের কোন্দলকে দায়ী করেছে। আদি ও নব্য বিজেপির গোলমালে জেরবার গেরুয়া শিবির, দাবি শাসকদলের।
পূর্ব মেদিনীপুর: ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিলে আসার সময় হামলার অভিযোগ তুলল বিজেপি। নন্দীগ্রামের পর এবার ঘটনাস্থল কাঁথির ঢোলমারি। রবিবার কাঁথি দেশপ্রাণ ব্লকের ঢোলমারি থেকে মুকুন্দপুর পর্যন্ত এক পদযাত্রার ডাক দেয় বিজেপি। কর্মসূচির নাম দেয় ‘মুকুন্দপুর চলো’। দেশপ্রাণ ব্লকের এই মুকুন্দপুরেই এদিন বিকেলে সভা শুভেন্দু অধিকারীর। অভিযোগ, এই সভায় আসার সময় ঢোলমারির কাছে বিজেপি কর্মীদের একটি ট্রেকারে হামলা করে একদল দুষ্কৃতী। বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়। ট্রেকার ভাঙচুর করে। তবে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি কাঁথি পুলিসকে জানানো হয়েছে বলে বিজেপির দাবি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে গেরুয়া শিবির। তৃণমূল পাল্টা এই ঘটনার জন্য বিজেপির অন্দরের কোন্দলকে দায়ী করেছে।
আরও পড়ুন: আপডেট: ভাল আছেন সৌরভ, কলকাতাতেই চিকিৎসা হবে জানালেন ডোনা
শুভেন্দুর অনুগামী হিসাবে পরিচিত কনিষ্ক পণ্ডা বলেন, “হামলা করে, ধমকে চমকে শুভেন্দুকে আটকানো যাবে না। আর বিজেপি কর্মী সমর্থকদের তো নয়ই। সব হিসাব আমরা লিখে রাখছি। সময় হলে বুঝে নেওয়া হবে।” তবে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা বলেন, “পুরনো বিজেপি ও নব বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলা তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে। এখন লড়াইটা নতুন (দাদার অনুগামী) ও পুরনো বিজেপি কর্মীদের মধ্যে। কয়েক দিন আগে বিজেপির সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল আদি বিজেপিরা। মিথ্যে দোষারোপ করে তাই কোনও লাভ নেই।”
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! শেষকৃত্যে যোগ দিতে এসে মৃত্যু হল ১৮ জনের
গত ২৯ ডিসেম্বর নন্দীগ্রামে প্রথমবার সভা করেন বিজেপির শুভেন্দু অধিকারী। সেই সভায় যোগ দিতে আসছিলেন বিজেপির লোকজন। অভিযোগ ওঠে, স্থানীয় ভুতার মোড়ে বিজেপি কর্মীদের বাসে হামলা চালায় তৃণমূল। কমপক্ষে ১০ জন আহত হন। যদিও সেদিনও অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছিল, আদি ও নব্য বিজেপির গোলমালে জেরবার গেরুয়া শিবির। এদিনও সেই অভিযোগই তুলল শাসকদল।