২৩ বছরের দাম্পত্যের ইতি! স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী
রবিবার অশান্তি এমন জায়গায় পৌঁছল যে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী।
নদিয়া: ২৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু সবসময়ই লেগে থাকত অশান্তি। বিয়ের পর থেকেই নানা ছোটো বিষয়ে ঝামেলা হত দু’জনের। সময় যত এগিয়েছে, অশান্তি বেড়েছে। কিন্তু কেউ কাউকে ছেড়ে যাননি। রবিবার অশান্তি এমন জায়গায় পৌঁছয় যে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হন স্বামী। নদিয়ার (Nadia) ধুবুলিয়া ঝিটকিপোতা এলাকার ঘটনা। মৃতের নাম অসীমা বিশ্বাস (৩৮) ও লক্ষ্মণ বিশ্বাস (৪২)।
নদিয়ার ধুবুলিয়ার ঝিটকিপোতা এলাকার বাসিন্দা লক্ষ্মণের সঙ্গে বিয়ে হয় অসীমার। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত বলে জানান প্রতিবেশীরা। রবিবার সকালেও অশান্তি হয়। কিন্তু রোজকার ঘটনা ভেবে তাতে বিশেষ আমল দেননি কেউ।
প্রতিবেশীরা জানান, চিত্কার-চেঁচামেচির মধ্যে আচমকা অসীমার আর্তনাদ শুনতে পান তাঁরা। আর তারপরই সব স্তব্ধ হয়ে যায়। বিপদ আঁচ করে ঘরে ঢুকে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অসীমা। পাশের ঘরেই ফাঁস লাগিয়ে ঝুলছেন লক্ষ্মণ।
আরও পড়ুন: ব্যাটারির বাক্সে হচ্ছিল পাচার, খাস কলকাতার বুকে উদ্ধার ২২ কোটির মাদক
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অসীমাকে লোহার শাবল দিয়ে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছেন লক্ষ্মণ। তাদের তিন সন্তান রয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।