মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু পূর্বস্থলীর বিজেপি কর্মীর, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

পূর্ব বর্ধমান বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, "পুলিস তো ময়নাতদন্ত হওয়ার আগেই বলে দিয়েছিল মদ খেয়ে মারা গেছে। আর সেটাই করেও দেখানো হল। এর সত্যতা জানতে আমরা সিবিআই তদন্ত চাই। যাতে এর পিছনে প্রকৃত দোষীরা ধরা পড়ে।"

মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু পূর্বস্থলীর বিজেপি কর্মীর, বলছে ময়নাতদন্তের রিপোর্ট
মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু পূর্বস্থলীর বিজেপি কর্মীর, বলছে ময়নাতদন্তের রিপোর্ট
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 10:20 PM

কালনা: পূর্বস্থলীর চাঁদপাড়ার মৃত বিজেপি কর্মীর দেহ ময়নাতদন্ত করে এদিন নিয়ে আসা হল গ্রামের বাড়িতে। মৃত বিজেপি (BJP) কর্মী সুকদেব প্রামাণিকের ময়নাতদন্তে রিপোর্টে উল্লেখ করা হয়, মদ্যপ অবস্থায় জলে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্ট মানতে অস্বীকার করা হয়েছে। পাল্টা এই মৃত্যুর আসল কারণ জানতে সিবিআই তদন্ত দাবি করেছে তারা।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, “পুলিস তো ময়নাতদন্ত হওয়ার আগেই বলে দিয়েছিল মদ খেয়ে মারা গেছে। আর সেটাই করেও দেখানো হল। এর সত্যতা জানতে আমরা সিবিআই তদন্ত চাই। যাতে এর পিছনে প্রকৃত দোষীরা ধরা পড়ে।”

প্রসঙ্গত, এক রবিবার বিজেপি কর্মী সুকদেব প্রামাণিককে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলেপ বিরুদ্ধে। তিনি পূর্বস্থলীর নিমদহের চাঁদপাড়া এলাকার বাসিন্দা। দু’দিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে তাঁর দেহ পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্রের খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর ‘হামলা’র প্রতিবাদে কালনার পূর্বস্থলীর চাঁদপুর থেকে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন সুকদেব প্রামাণিক। তারপরের দিন থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। রবিবার সকালে একটি পুকুর থেকে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় সুকদেব প্রামাণিকের।

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে শরীর, ঘরের দরজা খুলে বেরিয়ে এসে যুবক বললেন, ‘ও মেরে ফেলল!’

ঘটনার প্রতিবাদে পূর্বস্থলীর ছাতনি জামালপুর রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। মাঝরাস্তায় দেহ ফেলেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মৃতের মায়ের অভিযোগ, “আমার ছেলে বিজেপি করত বলেই ওকে খুন করে দেহ লুকিয়ে রেখেছিল তৃণমূলের লোকেরা।” এদিকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, “এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের জের। তৃণমূলের ঘাড়ে দোষ চাপান হচ্ছে।”  কয়েকজন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিস।

আরও পড়ুন: বিজেপি কর্মীকে ‘খুন’ করে দেহ পুকুরে! রণক্ষেত্র পূর্বস্থলী