চপে-মদে অভিনব প্রতিবাদ বিজেপির
রীতিমতো সিঙ্গল বার্নার স্টোভ ধরিয়ে হাতা, খুন্তি নিয়ে বসে পড়ে বিজেপির যুব নেতৃত্ব। কড়াইয়ে একের পর এক চপ ভাজা হয়।
TV9 বাংলা ডিজিটাল: বাংলায় শিল্প ধুঁকছে। রোজই কলকারখানা বন্ধ হচ্ছে। বাড়ছে বেকারত্ব। অথচ রাজ্য সরকারের তা নিয়ে কোনও হেলদোল নেই। উল্টে মদের দাম কমাতে সরকারের আগ্রহ বেশি। তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে পথে নামল বিজেপির যুব মোর্চা। রাস্তায় বসে চপ ভেজে, মদ ঢেলে অভিনব প্রতিবাদ দেখাল গেরুয়া শিবির। পশ্চিম বর্ধমান (Paschim Burdwan)-এর দুর্গাপুরের ঘটনা।
আরও পড়ুন: বেঁচে থাক মানবতা! রহমত, আতাউদ্দিনদের কাঁধে চেপে শেষযাত্রায় রামধনু!
যুব মোর্চার ৩ নম্বর মণ্ডল এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় রবিবার। দুর্গাপুরের এমএএমসি বি-ওয়ান মোড়ে রীতিমতো সিঙ্গল বার্নার স্টোভ ধরিয়ে হাতা, খুন্তি নিয়ে বসে পড়ে বিজেপির যুব নেতৃত্ব। কড়াইয়ে একের পর এক চপ ভাজা হয়। এই চপ ভেজে বেকারত্বের প্রতিবাদ করা হচ্ছে বলেই দাবি তোলেন নেতারা। অন্যদিকে মণ্ডলের মহিলা সমর্থকরা রাস্তায় মদ ঢেলে প্রতিবাদ জানান। যদিও তৃণমূল এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে।