Covid-19: ফের ১ করোনা আক্রান্তের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ৪ দিনে প্রাণ গেল ৪ জনের

Covid-19: বিগত কয়েকদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেই দিনই তাঁর র‍্যাপিড আন্টিজেন টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ আসে।

Covid-19: ফের ১ করোনা আক্রান্তের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ৪ দিনে প্রাণ গেল ৪ জনের
বাড়ছে উদ্বেগ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 8:58 PM

বর্ধমান: কিছুতেই উদ্বেগ কমছে না বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College)। ফের এক করোনা (Covid-19) আক্রান্ত রোগীর মৃত্যু হল হাসপাতালে। তাতেই নতুন করে চিন্তা বেড়েছে জেলার স্বাস্থ্য কর্তাদের। এ নিয়ে চার দিনে চার রোগীর মৃত্যু হল বর্ধমানে। প্রত্যেকেই কোভিড পজিটিভ ছিলেন। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। তবে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে আগে মৃত তিন ব্যক্তির কোমর্বিডিটি ছিল। সূত্রের খবর, এদিন যে রোগীর মৃত্যু হয়েছে তাঁর বাড়ি বীরভূমের পাড়ুই থানা এলাকায়। নাম দিব্যেন্দু পাইন (৬৫)।  

বিগত কয়েকদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেই দিনই তাঁর র‍্যাপিড আন্টিজেন টেস্ট হয়। রিপোর্ট আসতেই দেখা যায় তিনি কোভিড পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে কোভিড ওয়ার্ডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জেনারেল মেডিসিন বিভাগে ভর্তি করা হয় বলে খবর। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শেষ রক্ষা হল না। এদিন ভোরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

যদিও বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তুভ নায়েক জানিয়েছেন, ওই ব্যক্তির কোভিডে মৃত্যু হয়নি। কিডনিজনতি সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর যে কোভিড হয়েছিল তা তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের করোনা আক্রান্ত এক বৃদ্ধও ভর্তি হন হাসপাতালে। তিনিও মারা গিয়েছেন। কোভিডে আক্রান্ত ছিলেন দেওয়ানদিঘি থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধও। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। মারা গিয়েছেন। মঙ্গলবার সকালে আবার মারা যান বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা তায়ুব শেখ (২৫)। তিনিও কোভিড আক্রান্ত ছিলেন বলে খবর।