Durga Puja 2023: গৌরীর পাশে দণ্ডায়মান শিবও, ৪০০ বছরের পুরনো সাটিনন্দীর নাগবাড়ির পুজো
Purba Burdwan: সাটিনন্দীর বনেদি নাগ পরিবার। সামাজিক গৌরবে এ বাড়ির হরগৌরীর পুজো মুখে মুখে ফেরে এখনও। নাগ পরিবারের প্রতিমার বিশেষত্ব হল, এখানে গৌরীর পাশে দণ্ডায়মান হর মানে শিব। শিবের ডানদিকে লক্ষ্মী-গণেশ, ডানদিকে সরস্বতী-কার্তিক।
পূর্ব বর্ধমান: কলকাতার পাশাপাশি এখন জেলাতেও থিমের পুজোর রমরমা। প্রচুর টাকা বাজেট থাকে সেইসব পুজোর জন্য। তবে এসবের মধ্যেও সদা ভাস্বর ঐতিহ্য, পরম্পরা ও সাবেকিয়ানার মিশেল বাড়ির পুজোগুলি। পূর্ব বর্ধমানের গলসির সাটিনন্দীর বনেদি নাগবাড়ির পুজো। চারশো বছরের পুরনো এই পুজো। কালের সঙ্গে বদল এসেছে অনেক কিছুতেই। তবে এই পুজোয় কোনও পরিবর্তন নেই। অটুট ভক্তি-বিশ্বাসও।
সাটিনন্দীর বনেদি নাগ পরিবার। সামাজিক গৌরবে এ বাড়ির হরগৌরীর পুজো মুখে মুখে ফেরে এখনও। নাগ পরিবারের প্রতিমার বিশেষত্ব হল, এখানে গৌরীর পাশে দণ্ডায়মান হর মানে শিব। শিবের ডানদিকে লক্ষ্মী-গণেশ, ডানদিকে সরস্বতী-কার্তিক। একচালার প্রতিমা এখানে। পুজোর চারটে দিন জাঁকজমকে কোনও খামতি থাকে না নাগবাড়িতে।
বাড়ির সদস্যরা তো আছেনই, এলাকার সাধারণ মানুষের কাছে এ পুজো বড় কাছের। এই হরগৌরী পুজোকে ঘিরেই মাতেন সকলে। এই পুজোর ঐতিহাসিক গুরুত্বও শোনা যায়। চন্দ্রগুপ্তের আমলের এক মুদ্রা রয়েছে নাগ পরিবারের সংগ্রহে। সেই মুদ্রার পুজো হয় আগে। তারপর শুরু হয় দেবী আরাধনা।
কথিত আছেন, এ পরিবারের পূর্বপুরুষেরা রাজবাড়িতে মশলা ও পুজোর বাসন সামগ্রী সরবরাহ করতেন। রাজ পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নাগ পরিবারের সম্পর্ক। মা আসতে আর কয়েকটা দিন বাকি। দিন গুনছেন বাড়ির লোকেরা, পাড়ার লোকজনও। সকলে একসঙ্গে হইহই করে চারটে দিন যে কীভাবে কেটে যায় তা তো বোঝাই যায় না। এই প্রস্তুতি থেকেই উৎসব শুরু।