Body Recover: বন্ধুদের সঙ্গে মায়াপুরে ছেলে, দেহ শনাক্ত করতে বাড়িতে এল ফোন…
Kharagpur: খড়গপুরের নিউটাউন থানার খরিদা বিধানপল্লির বাসিন্দা রোহিত শর্মা। গত ২২ সেপ্টেম্বর দুই বন্ধুর সঙ্গে নদিয়ায় ইসকনের মন্দিরে বেড়াতে যান। পুলিশ সূত্রে খবর, ২৩ তারিখ নদীতে স্নান করতে নেমেছিলেন তাঁরা। সেখানেই তলিয়ে যান রোহিত। বন্ধুরা বাড়িতে ফোন করে জানান রোহিত নদীতে নিখোঁজ।
কালনা: আটদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল কলেজ ছাত্রের। তবে নিষ্প্রাণ দেহ উদ্ধার হল তাঁর। নদী থেকে উদ্ধার হল এক কলেজ ছাত্রের দেহ। নাদনঘাট এলাকার জালুইডাঙায় ভাগীরথী নদী থেকে রোহিত শর্মা নামে ওই যুবকের দেহ উদ্ধার করে। মাঝিরা দেহটি উদ্ধার করেন। রবিবার মৃতদেহ শনাক্ত করার জন্য পরিবারের লোকজন আসেন। নিহতের মায়ের দাবি, ছেলেকে খুন করা হয়েছে। বন্ধুদের বিরুদ্ধে তাঁর অভিযোগের আঙুল। বাড়ি ফিরে পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।
খড়গপুরের নিউটাউন থানার খরিদা বিধানপল্লির বাসিন্দা রোহিত শর্মা। গত ২২ সেপ্টেম্বর দুই বন্ধুর সঙ্গে নদিয়ায় ইসকনের মন্দিরে বেড়াতে যান। পুলিশ সূত্রে খবর, ২৩ তারিখ নদীতে স্নান করতে নেমেছিলেন তাঁরা। সেখানেই তলিয়ে যান রোহিত। বন্ধুরা বাড়িতে ফোন করে জানান, রোহিত নদীতে নিখোঁজ।
ফোন পেয়েই মায়াপুরে ছুটে আসে রোহিতের পরিবার। বিভিন্ন থানায় ঘুরে বেড়ান তাঁরা। কোথাও ছেলেকে না পেয়ে নানা জায়গায় পোস্টার দেন। এসবের মধ্যেই আজ রবিবার ভোরে জালুইডাঙায় নদী থেকে উদ্ধার করা হয় একটি দেহ। মাঝিরা দেহটি ভাসতে দেখেন। তাঁরাই পুলিশকে বিষয়টি জানান। যোগাযোগ করা হয় রোহিতের বাড়িতে। বাড়ির লোকেরা এসে ছেলের দেহ শনাক্ত করেন।