Bardhaman: একটা খচখচ আওয়াজ পেয়েছিলেন, হাসপাতালের গোডাউনে ঢুকতেই তাজ্জব বনে গেলেন নিরাপত্তারক্ষী

Bardhaman: নিরাপত্তার দায়িত্বে থাকা কোম্পানির পূর্ণেন্দু শেখর দাস জানান, "গার্ডের কথা মতো এসে দেখি চারজন পালিয়ে গিয়েছে। অন্যদিকে রক্ষীকে ফোন করায় দুজন মহিলাকে হাতেনাতে ধরে ফেলা যায়। দুইটি বস্তা উদ্ধার হয়। তার মধ্যে বেশ কিছু বৈদ্যুতিক ফ্যান রয়েছে দেখা যায়।"

Bardhaman: একটা খচখচ আওয়াজ পেয়েছিলেন, হাসপাতালের গোডাউনে ঢুকতেই তাজ্জব বনে গেলেন নিরাপত্তারক্ষী
বর্ধমানে কী হচ্ছেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 11:31 AM

বর্ধমান: ডিউটি ছেড়ে খানিক্ষণের জন্য উঠেছিলেন এক নিরাপত্তারক্ষী। পরে যেই গোডাউনে গিয়েছেন চক্ষু চড়কগাছ। নিরাপত্তারক্ষী ঢুকতেই পরিমরি করে ছুট। বাকিটা বুঝতে বাকি রইল না কারও। মেডিক্যাল কলেজের গোডাউনে চুরির চেষ্টা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের ভিতরে পিডব্লিউডি-র একটি গোডাউন রয়েছে। বুধবার, বিকেলে সেখান থেকে চুরির চেষ্টা হয়। হঠাৎই একজন সিকিউরিটি ছয়জন মহিলাকে পালাতে দেখেন।

নিরাপত্তার দায়িত্বে থাকা কোম্পানির পূর্ণেন্দু শেখর দাস জানান, “গার্ডের কথা মতো এসে দেখি চারজন পালিয়ে গিয়েছে। অন্যদিকে রক্ষীকে ফোন করায় দুজন মহিলাকে হাতেনাতে ধরে ফেলা যায়। দুইটি বস্তা উদ্ধার হয়। তার মধ্যে বেশ কিছু বৈদ্যুতিক ফ্যান রয়েছে দেখা যায়।”

পিডব্লিউডি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার সৌরদ্বীপ কোনার জানান, “তাদের পক্ষে নিরাপত্তার দিকে দেখা সম্ভব নয়। এতবড় ক্যাম্পাসে অনেক কাজ থাকে। নিরাপত্তা আরো জোরদার হওয়া উচিত।” স্থানীয় সূত্রে খবর, ওই ফ্যানগুলি মেরামতের জন্য রাখা ছিল। ছ’জনের একটি দল চুরি করতে ঢোকে। দু’জন ধরা পড়ে। ধৃতদের নাম, মঞ্জুলা দাস এবং বিশাখা দাস।। পুলিশের কাছে খবর গেলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। মেডিকেল কলেজের ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক জানান, অস্থায়ী কর্মী দিয়ে নিরাপত্তা চালানো যায় না। কর্তৃপক্ষের আরও সজাগ হওয়া উচিত। না হলে আগামীদিনে আরও এমন ঘটনা ঘটবে।