মুখে মেক-আপের প্রলেপ, ঘরে ঘরে ঢুকে মেয়ে-বউদের হাত ধরে টান! হাতেনাতে ধরল পাড়ার লোকেরাই
Burdwan: সঙ সেজে গ্রামে গ্রামে ঘুরে টাকা রোজগার করাই পেশা। আর সঙ সেজে বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতেই এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।
বর্ধমান: ফের শ্লীলতাহানির ঘটনা। গ্রামে ঢুকে ঘরে ঘরে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগ শুনেই ছুটে গেলেন গ্রামবাসীরা। হাতেনাতে ধরে ফেলা হয় অভিযুক্তকে, তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পূর্ব বর্ধমানের ঘটনা। এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রথমে। পরে এলাকার অন্যান্য বাড়িতে গিয়েও মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। মুখে মেক-আপ করে ওই ব্যক্তি বহুরূপী সেজে বাড়ি বাড়ি ঘুরছিলেন বলে দাবি করেছেন গ্রামবাসীরা।
সঙ সেজে গ্রামে গ্রামে ঘুরে টাকা রোজগার করাই পেশা। আর সঙ সেজে বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতেই এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় গ্রামবাসীরা ওই বহুরূপীকে আটক করে পুলিশকে খবর দেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কিশোরীর বাবা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ গ্রামে ওই বহুরূপী যান। একটি পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে দু-পাঁচ টাকা করে সংগ্রহ করছিলেন তিনি। সেই সময় তাঁর বাড়িতেও যান। কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন বলে অভিযোগ বাবার। পরে জল চান তিনি। কিশোরীর বাবা যখন জল আনতে ভিতরে যান, তখন ওই ‘বহুরূপী’ কিশোরীর হাত ধরে টানেন ও অশালীন আচরণ করেন বলে অভিযোগ। কিশোরী ভয় পেয়ে সরে যায়। এরপর পাড়ার লোকজনকে জানালে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আরও এক মহিলা একই অভিযোগ করেন। কিছুটা দূরে আটক করা হয় অভিযুক্তকে।