Burdwan: কেরলে কাজ থেকে ফিরেই প্রেমিকাকে নিয়ে গাছের ডালে ঝুলে গেলেন যুবক!
Burdwan: যুবক কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। ওই নাবালিকা এলাকারই বাসিন্দা। তাঁরা দীর্ঘদিনের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নাবালিকার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে তাঁর।

বর্ধমান: গাছের ডালে একটা নাইলনের দড়ি। সেই দড়ির দু’প্রান্তে দুই যুবক-যুবতী। গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তাঁরা। গাছের ডাল থেকে এক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেমারির মণ্ডলগ্রামের বামুনিয়া এলাকায়। দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবক কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। ওই নাবালিকা এলাকারই বাসিন্দা। তাঁরা দীর্ঘদিনের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নাবালিকার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে তাঁর। রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই নাবালিকা। সোমবার সকালে বামুনিয়া এলাকায় তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পুলিশ দেহ দুটি উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে।মৃতের কাকা জানান, “আমার ভাইপো কেরলে কাজ করত। ওদের দুজনের প্রেম নিয়ে আমরা কিছু জানতাম না। এরমধ্যে নাবালিকার পরিবার তার বিয়ে ঠিক করে। কাল রাতে মেয়েটি নিঁখোজ হওয়ার পর ওরা খোঁজাখুঁজি করেন। আমরা কিছুই জানতাম না। এমনকি ভাইপো কখন ফিরেছে, তাও জানি না। খুবই মর্মান্তিক।”





